সেলিম আল দীনকে স্মরণ করা হবে মঞ্চে ও অনলাইনে

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১ | ০৬:৪৪
নাট্যাচার্য সেলিম আল দীনের ১৩তম প্রয়াণবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল বৃহস্পতিবার ও শুক্রবার অনলাইন ও মঞ্চে আয়োজন করেছে দু'দিনব্যাপী 'নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২১'। এবারের স্লোগান 'ঐতিহ্য-রবীন্দ্রনাথ-সেলিম আল দীনে মুক্তি, বিস্ময়ে তাই বিশ্ব দেখে বাঙলার শিল্পশক্তি'।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ ও শোভাযাত্রা। সন্ধ্যা ৭টায় ফেইসবুক লাইভে 'সেলিম আল দীনের প্রস্তুতিপর্বের নাটক : সমাজবাস্তবতা, রাজনীতি ও দূরদর্শিতা' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেবেন বেশ কয়েকটি নাট্যদলের সদস্যরা।
এছাড়া এদিন ভারতের নাট্যসংগঠন 'রিষড়া দূরায়ন' আয়োজিত জুট থিয়েটার উৎসবের 'ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার উৎসবে স্বপ্নদল প্রযোজিত 'হরগজ' এর সরাসরি মঞ্চায়ন হবে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে মঞ্চায়ন হবে জাহিদ রিপনের নির্দেশনায় সেলিম আল দীনের 'হরগজ'।
- বিষয় :
- নাট্যাচার্য সেলিম আল দীন
- স্মরণ উৎসব