ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাটক-সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই, করিনা: ঐশী

নাটক-সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই, করিনা: ঐশী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১ | ০২:১১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ | ০২:১৪

ঐশী। তারকা কণ্ঠশিল্পী। একক গানের পাশাপাশি প্লেব্যাক ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তার বিভিন্ন আয়োজন, কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

শুরুতেই নতুন বছরের পরিকল্পনার কথা জানতে চাই। কী আয়োজন করছেন এই বছর ঘিরে?

করোনার জন্য গত বছর একক গান সেভাবে প্রকাশ করার সুযোগ হয়নি। তাই এ বছর বেশকিছু গান প্রকাশের পরিকল্পনা করেছি। এর মধ্যে ১০টি একক গান রেকর্ডও করে ফেলেছি। যেগুলো বছরের বিভিন্ন সময় প্রকাশ করব। পাশাপাশি প্লেব্যাক ও টিভি লাইভে নিয়মিত অংশ নেওয়ার ইচ্ছা আছে।

টিভি লাইভ ছাড়া স্টেজ শোতে খুব একটা দেখা যাচ্ছে না- এর কারণ কী?

গত বছর লকডাউনের পর থেকেই স্টেজ শো কমে গেছে। এখনও সেভাবে বড় কোনো আয়োজন হচ্ছে না। সবাই একটা করোনামুক্ত ভালো সময়ের অপেক্ষায় আছে। তাই চাইলেও আগের মতো এখন স্টেজ শো করা সম্ভব নয়। তার পরও যতটুকু সুযোগ পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছি।

সেরা কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। কেমন লাগছে এই স্বীকৃতি পেয়ে?

এই স্বীকৃতি কতটা আনন্দের তা আসলে বলে বোঝানো যাবে না। শুধু এটুকু বলা যায়, শিল্পীজীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায় এমন স্বীকৃতি পেলে। ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। এদিন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে পারলে বেশি ভালো লাগত। বিশেষ কারণে সেটি হচ্ছে না। তার পরও এ নিয়ে আমি হতাশ নই।

এ বছর একক গানের পাশাপাশি প্লেব্যাক নিয়মিত করবেন, আশা করা যায়-

প্লেব্যাক বিষয়ে আমার কখনও অনীহা ছিল না। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নয়, প্লেব্যাককে সব সময় গুরুত্ব দিয়েছি। কারণ নিজেকে ভার্সেটাইল শিল্পী হিসেবে তুলে ধরতে চাই।

এর মধ্যে নতুন কোনো ছবিতে প্লেব্যাক করেছেন?

বরেণ্য সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টুর সুরে 'গাঙকুমারী' নামে একটি ছবিতে প্লেব্যাক করেছি। 'নয়া কন্যা যায়' শিরোনামের এই গানটি মূলত নৌকাবাইচের গান। এ ধরনের গান এই প্রথম গেয়েছি। খুবই ভালো লেগেছে এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে।

বিভিন্ন গানে মডেল হিসেবে আপনাকে দেখা গেছে। অভিনয়েও কি কখনও দেখা যেতে পারে?

আমি তো অভিনেত্রী নই, এজন্য গান ছাড়া কোনো কিছু নিয়ে ভাবি না। মানছি, নিজের গানে মডেল হয়েছি; গানের গল্প তুলে ধারার জন্য অভিনয়ও করেছি। কিন্তু সে কারণে আমাকে অভিনেত্রী ভাবা যাবে না। তার পরও অনেকে বিভিন্ন সময় নাটক ও সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমি রাজি হইনি। তবে ভবিষ্যতে কী করব, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না।

গানের পাশাপাশি এ মুহূর্তে আর কী নিয়ে ব্যস্ত?

এখন শুধুই পড়াশোনা করে যাচ্ছি। অনেকে জানেন, আমি মেডিকেলের ছাত্রী, তাই পড়াশোনার চাপও অনেক বেশি। তার ওপর আগামী মার্চ মাসে ফাইনাল পরীক্ষা। তাই এখন পড়াশোনায় মনোযোগ দিতে হচ্ছে।

আরও পড়ুন

×