ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে রোববার বসছে তারার আসর

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে রোববার বসছে তারার আসর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১ | ০৯:০৩

অপেক্ষার পালা শেষ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের প্রস্তুতি চূড়ান্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের 'হল অব ফেম'-এ আজ বসবে তারার মেলা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হবে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯'। 

করোনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পূর্বঘোষিত ২৬টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে রোববার বিকেলে পদক তুলে দেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিবারের মতো এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে এই আয়োজন। প্রথম পর্বে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে। দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক আয়োজন।

চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় এবার আজীবন সম্মাননা পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা মাসুম পারভেজ সোহেল রানা ও অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা।

 ২০১৯ সালের সেরা ছবি হিসেবে যুগ্মভাবে নির্বাচিত হয়েছে তৌকীর আহমেদের 'ফাগুন হাওয়ায়' ও তানিম রহমান অংশুর 'ন ডরাই'। এবারের আসরে সর্বোচ্চ আটটি বিভাগে পুরস্কার পাচ্ছে মাসুদ পথিকের 'মায়া দ্য লস্ট মাদার'। ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে 'ন ডরাই'। তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের 'ফাগুন হাওয়ায়' ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার 'মনের মতো মানুষ পাইলাম না'। 'ন ডরাই' ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু। এবারের আসরে সেরা অভিনেতা তারিক আনাম খান [আবার বসন্ত]। 

সেরা অভিনেত্রী সুনেরা বিনতে কামাল [ন ডরাই], সেরা পার্শ্ব অভিনেতা ফজলুর রহমান বাবু [ফাগুন হাওয়ায়], সেরা পার্শ্ব অভিনেত্রী নারগিস আখতার হাসুনেয়ারা [মায়া দ্য লস্ট মাদার] ও সেরা খল অভিনেতা জাহিদ হাসান [সাপলুডু]। এর আগে ২০১৭ সালে একই বিভাগে 'হালদা' ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এই অভিনেতা। ২০১৯ সালের ছবিগুলো থেকে সেরা শিশুশিল্পী নির্বাচিত হয়েছে যুগ্মভাবে আফরীন আক্তার [যদি একদিন] ও নাইমুর রহমান আপন [কালো মেঘের ভেলা]। অভিনয়শিল্পীদের পাশাপাশি সেরা কাহিনিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন মাসুদ পথিক [মায়া দ্য লস্ট মাদার]। সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন মাহবুব-উর রহমান [ন ডরাই] ও সেরা সংলাপ রচয়িতা জাকির হোসেন রাজু [মনের মতো মানুষ পাইলাম না]। সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী [মায়া দ্য লস্ট মাদার], সেরা গায়ক মৃণাল কান্তি দাস [শাটল ট্রেন], সেরা গায়িকা হিসেবে যুগ্মভাবে মমতাজ বেগম [বাড়ির ঐ পূর্বধারে..., মায়া দ্য লস্ট মাদার] ও ফাতিমা তুয যাহরা ঐশী [মায়া, মায়া রে..., মায়া দ্য লস্ট মাদার] পুরস্কার পাচ্ছেন। সেরা সুরকার হিসেবে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন তানভীর তারেক [আমার মায়ের আঁচল, মায়া দ্য লস্ট মাদার] ও প্লাবন কোরেশী [বাড়ির ঐ পূর্বধারে, মায়া দ্য লস্ট মাদার]। সেরা গীতিকারে পুরস্কার পাচ্ছেন যুগ্মভাবে নির্মলেন্দু গুণ [ইস্টিশনে জন্ম আমার, কালো মেঘের ভেলা] ও কামাল আবদুল নাসের চৌধুরী [চল হে বন্ধু চল, মায়া দ্য লস্ট মাদার]।

২০১৯ সালের সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিউটের 'নারী জীবন' এবং সেরা প্রমাণ্যচিত্র বাংলাদেশ টেলিভিশনের 'যা ছিল অন্ধকারে'। সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন জুনায়েদ আহমদ হালিম [মায়া দ্য লস্ট মাদার]। অন্যদিকে 'মনের মতো মানুষ পাইলাম না' যুগ্মভাবে শিল্প নির্দশকের পুরস্কার দেওয়া হচ্ছে মোহাম্মদ রহমত উল্লাহ বাসু ও মোহম্মদ ফরিদ আহমেদ। সেরা চিত্রগ্রাহক হিসেবে সুমন কুমার সরকার [ন ডরাই] এবং শব্দগ্রাহক জন্য পুরস্কার পাচ্ছেন রিপন নাথ [ন ডরাই]। পোশাক ও সাজসজ্জার জন্য খোন্দকার সাদিয়া আফরিন [ফাগুন হাওয়ায়] এবং সেরা রূপসজ্জকার হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. রাজু।

প্রতিবারের মতো এবারও থাকছে চলচ্চিত্রের তারকাশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন। এ আয়োজনে সিনেমার গানে জুটি হয়ে মঞ্চ মাতাবেন ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস, সাইমন সাদিক ও মাহিয়া মাহি এবং এককভাবে থাকছে নুসরাত ফারিয়ার একাধিক গানে নাচ পরিবেশনা। ৪০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও ওয়ার্দা রিহাবের নৃত্যদল। এছাড়া গান গাইবেন লিজা, ঐশীসহ আরও তিন শিল্পী।

এবারের আয়োজনটি উপস্থাপনা করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন ও আশনা হাবিব ভাবনা।


আরও পড়ুন

×