নিরবের সঙ্গে স্পর্শিয়াকে নিলেন রোজিনা

নিরবের সঙ্গে স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১ | ০৫:৪২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ | ০৬:০৯
'আবার বসন্ত' ও 'কাঠবিড়ালী' ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন স্পর্শিয়া। গতবছরের একেবারে শেষে তার অভিনীত ছবি 'নবাব এলএলবি' মুক্তি পায়। এ ছবিতেও অনবদ্য এক স্পর্শিয়াকে দেখেছেন দর্শক। এবার স্পর্শিয়া নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা রোজিনার ছবিতে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটির নাম ‘ফিরে দেখা’।
শনিবার (১৬ জানুয়ারি) ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্পর্শিয়া নিজেই। ছবিটিতে নায়ক হিসেবে থাকছেন নিরব। বিষয়টি আগেই ঘোষণা দিলেও নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলছিল ধোঁয়াশা। অবশেষে স্পর্শিয়াকে চুক্তিবদ্ধ করলেন রোজিনা।
স্পর্শিয়া বলেন, হুট করেই ছবিটিতে অভিনয় করার প্রস্তাব পাই। পরে গল্পটি শুনি। ভালো লাগে। নিজের দেখা বাস্তব গল্প নিয়ে ছবিটি রোজিনা আপা নিজেই নির্মাণ করছেন। যার অভিনয় দেখে দেখে বড় হওয়া আমাদের, তার নির্মাণে তারই সঙ্গে অভিনয় করব। এটা আমার জন্য অবশ্যই আনন্দের।
আগামী ১ মার্চ থেকে রাজবাড়ীতে এ সিনেমার শুট শুরু হবে বলে সমকালকে জানিয়েছেন রোজিনা। পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেবেন রোজিনা নিজেও। তার বিপরীতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে।
- বিষয় :
- চিত্রনায়ক নিরব
- রোজিনা
- স্পর্শিয়া