ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ট্রাকের ধাক্কায় লাশ হয়ে বাড়ি ফিরলেন চিত্রগ্রাহক রাহাত

ট্রাকের ধাক্কায় লাশ হয়ে বাড়ি ফিরলেন চিত্রগ্রাহক রাহাত

তরুণ চিত্রগ্রাহক (স্টেডিক্যাম অপারেটর) অনিমেষ রাহাত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১ | ০৪:৩৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ | ০৪:৫৩

সরকারি অনুদান পাওয়া সিনেমা 'মুখোশ' এর শুটিংয়ে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়ে প্রাণ গেলো তরুণ চিত্রগ্রাহক (স্টেডিক্যাম অপারেটর) অনিমেষ রাহাতের। তার মৃত্যুর খবর সমকালকে নিশ্চিত করেছেন এফডিসির সিনিয়ার সিনেমাটোগ্রাফার ইবাদ আলীম। যিনি রাহাতের ক্যারিয়ারের শুরু থেকেই তার পাশে থেকে ক্যারিয়ারের গঠনে সহযোগিতা করে আসছিলেন। 

অনিমেষ রাহাত কলকাতায় এসকে মুভিজে ক্যামেরা সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। দেশে ফিরে তিনি প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। মূলত স্টেডিক্যাম নিয়ে কাজ করতেন তিনি। বেশকিছু চলচ্চিত্রে তিনি স্টেডিক্যাম চালিয়েছেন দক্ষতার সঙ্গে। ‘ডুব’, ‘গাঙচিল’, ‘মুক্তি’সিনেমাতে কাজ করেছেন তিনি। 

গাজীপুরের 'মুখোশ' ছবির শুটিং অংশ নিয়েছিলেন রাহাত। গতকাল শুটিং শেষ করে সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে গিয়েছিলেন রাহাত। সেখান থেকেই আজ শুটিংয়ে অংশ নিতে বাইকে করে ফিরছিলেন গাজীপুরে। কিন্তু ঢাকা-টাঙ্গাইল রোডের কালিয়াকৈরের কাছে একটি ট্রাক এসে তাকে বহনকরা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে  হাসপাতালে নেওয়া পথেই প্রাণ হারান তিনি।  আনুমানিক ভোর  ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ইবাদ আলীম জানান, দেশের আন্তর্জাতিক মানের স্টেডিক্যাম অপারেটর হওয়ার স্বপ্ন দেখতেন রাহাত। স্টেডিক্যাম অপারেটর হিসেবে বলিউড-হলিউডে তাকে নিয়ে আলোচনা হবে সে স্বপ্নই দেখতেন তিনি। স্বপ্ন আর বাস্তব হলো না। অকালেই চলে যেতে হলো তার। 

বর্তমানে তাকে সিরাজগঞ্জের কাজীরহাট নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। 

বুধবার যখন রাহাতের মৃত্যুর খবর পাওয়ার পর চিত্রগ্রাহক ইবাদ আলীমকে ফোন দেয়া হলে তিনি আক্ষেপের সুরে বলেন, জিনিয়াস একজন ছেলে ছিলো রাহাত। ক্যারিয়ারের শুরুতে আমার কাছে এসে পরামর্শ নিতো কিভাবে ভালো স্টাডিক্যাম অপারেটর হওয়া যায়। আমি তখন তাকে ভারতে প্রশিক্ষন নিয়ে আসতে বলি। বলতে পারেন আমি নিজ উদ্যোগেই তাকে ভারতে পাঠাই। পরে সে দেশের নামকরা অন্যতম একজন স্টেডিক্যাম অপারেটর হয়ে উঠেন। অনেক পরিশ্রমি ছিলেন তিনি। ছিলেন ভালো মানুষও। যখন কিছু দেয়ার সময় তখনই সে মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেলেন।  

অনিমেশ রাহাতের মৃত্যুতে শোক প্রকাশ করছেন নাটক ও সিনেমার নির্মাতারা। তার অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন নির্মাতা শিহাব শাহীন, নঈম ইমতিয়াজ নেয়ামুল,কাজল আরেফিন অমি, সৈকত নাসিরসহ অনেকেই।  

আরও পড়ুন

×