ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নায়ক রোশানকে নিয়ে তিন ছবির ঘোষণা আসছে

নায়ক রোশানকে নিয়ে তিন ছবির ঘোষণা আসছে

চিত্রনায়ক রোশান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১ | ০৫:১৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ | ০৬:০৫

নতুন প্রজন্মের নায়ক জিয়াউল রোশান ইতোমধ্যে ৯টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে 'রক্ত', 'ধ্যাততেরিকি', 'ককপিট' ও 'বেপরোয়া' মুক্তি পেয়েছে। বাকি 'জ্বীন','মেকআপ', 'সাইকো', 'অপারেশন সুন্দরবন' রয়েছে মুক্তির অপেক্ষায়। সরকারি অনুদান পাওয়া 'আশীর্বাদ' ও 'মুখোশ' নামের দুটি ছবির শুটিং চলছে এখন।   

সূত্রের বরাতে পাওয়া নতুন খবর হচ্ছে এবার এই নায়ককে নিয়ে একসঙ্গে তিনটি ছবির ঘোষণা আসছে।যদিও খবরটির সত্যতা জানতে রোশানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, 'এ বিষয়ে আপাতত কিছু না বলি। আজকে সন্ধ্যায় এফডিসিতে অনুষ্ঠান রয়েছে এতে অংশ গ্রহণ করলেই সব জানতে পারবেন।'

তবে বিশেষ সূত্রের খবর,  সুপারস্টার নায়ক শাকিব খানের প্রতিষ্ঠান এসকে বিগ স্ক্রিণের অন্যতম অংশীদার মো, ইকবাল প্রযোজনা করছেন এই তিন ছবি। তার পেছনেও রয়েছেন অন্য আরেকজন লগ্নীকারক। বুধবার এফডিসিতে এক মহরতের মাধ্যমে এই তিন ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সঙ্গে নায়ক ও নায়িকার সঙ্গে পরিচয়ও করিয়ে দেওয়ার কথা রয়েছে। 

নির্মাণের পূর্ব কোন অভিজ্ঞতা না থাকলেও ছবি তিনটির পরিচালক হিসেবেও ইকবালের নামই থাকছে বলে সূত্রের খবর। 

বিষয়টির জন্য ইকবালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‌'আজ এফডিসেতে আসুন। এলেই জানতে পারবেন কে নায়ক-নায়িকা হচ্ছেন। এর আগে আমি কিছুই বলবো না।'



আরও পড়ুন

×