'জানোয়ার' এর পর সিনেমাটিকে এলো 'ট্রল'

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১ | ০৭:০৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ | ০৮:৩৮
চোখেমুখে রক্তের ছাপ, হাতে রক্তাক্ত হাতুড়ি। সারা শরীরে রক্তের দাগ। প্রতিশোধের নেশায় ক্ষিপ্ত হয়ে আছেন। নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্বর এমনই লুকের একটি পোস্টর এতোদিন ঘুরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওয়েব ফিল্ম 'ট্রল' এর পোস্টার এটি। জিয়াউল ফারুক অপূর্ব রোমান্টিক নায়কের বাইরে এবার নতুন অবয়বে হাজির।
বৃহস্পতিবার পাঁচটায় দেশীয় ওটিটি প্লাটফর্ম সিনেমাটিকে প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটি। এর আগে এই প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত 'জানোয়ার' তুমুল প্রশংসিত হয়। সেই প্রশংসার রেশ কাটতে না কাটতেই সিনেমাটিক মুক্তি দিলো 'ট্রল'।
স্বরুপ চন্দ্র দের রচনায় ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। ৯০ মিনিটের 'ট্রল' এক সাইলেন্ট কিলারের গল্প। এতে অপূর্বর বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ।
পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, এক সাইলেন্ট কিলারের গল্পের সঙ্গে অনেকগুলো গল্প দেখতে পাবেন দর্শকরা। চেয়েছি ভিন্ন কিছু করতে। অপূর্ব ভাইও দারুণ অভিনয় করেছেন এতে।
'ট্রল’-এ অপূর্ব-ফারিণ ছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, অপু, সদ্য প্রয়াত অভিনেত্রী লরেন মেন্ডেস, পড়শি প্রমুখ।
অপূর্ব বলেন, 'ট্রল নিয়ে দর্শকরাই বলবেন, এটি আমার বলার মতোই একটা কাজ। আমি দর্শকদের মন্তব্যের অপেক্ষায় আছি।'
তিনবছর ধরে একটু একটু করে এগিয়েছে দেশের আইটি প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ওটিটি প্লাটফর্ম ‘সিনেম্যাটিক’। দৌড়টা এতোদিন ম্যারাথন গতির হলেও এখন ভালো মানের কন্টেন্ট দিয়ে দর্শকদের মনে স্থান করে নিতে চায় সিনেমাটিক। প্রতিষ্ঠানটির পরিচালক তামজিদ অতুল বলেন, 'মানহীন কাজ নয়, জেনুইন ভালো কনটেন্ট দিয়ে ইউজারদের সিনেম্যাটিক চিনিয়েছি। আগামীতে এটাই অব্যাহত থাকবে।'
- বিষয় :
- ওয়েব ফিল্ম
- ট্রলির চাপা
- অপূর্ব