ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিয়ের আগের রাতে দুর্ঘটনার কবলে বরুণ ধাওয়ান

বিয়ের আগের রাতে দুর্ঘটনার কবলে বরুণ ধাওয়ান

নাতাশা দালাল ও বরুণ ধাওয়ান

অনলইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০০:৪৩

ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে আজ রোববার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তারা বিয়ে করছেন আলিবাগের শাসওয়ানে হ্রদ থেকে হাঁটা দূরত্বের এক রিসোর্টে। মুম্বাই শহর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই রিসোর্টটি। নাম 'দ্য ম্যানসন হাউস'। 

তবে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেতা। বন্ধুবান্ধবরা বিয়ের আগের রাতে অর্থাৎ শনিবার রাতে একটি ব্যাচেলার পার্টির আয়োজন করেছিলেন বরুণ। দ্যা ম্যানসন হাউস থেকে কয়েক মিনিটের দুরত্বে ছিল সেই পার্টির আয়োজন। সেখানে গাড়ি নিয়েই যাওয়া আসা করছিলেন বরুণ ধাওয়ান ও তার বন্ধুরা। আর এতটুকু পথ পাড়ি দিতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। 

জিনিউজ জানিয়েছে, তবে দুর্ঘটনাটি তেম গুরুতর নয়। গাড়ির সামান্য ক্ষতি হলেও সম্পূর্ণ অক্ষত আছেন হবু বর বরুণ ধাওয়ান। তাই সময়মতোই বিয়ের আসরে পৌঁছাবেন বরুণ ধাওয়ান। 

এদিকে, রোববার সকাল থেকে শুরু হয়েছে মেহেন্দি উৎসব ও গায়ে হলুদ অনুষ্ঠান। জানা গেছে, করোনার কারণে বিয়েতে বিশাল লোকসমাগম নয়, কাছের কিছু মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন বরুণ।


আরও পড়ুন

×