ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নকীব খানের সুর সঙ্গীতে 'পাঞ্চ' এর নতুন গান

নকীব খানের সুর সঙ্গীতে 'পাঞ্চ' এর নতুন গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৫:১৬

কৌশিক শংকর দাশের পরিচালনায় নিরমানাধীন সিনেমা 'পাঞ্চ' এর আরেকটি গান রেকর্ড হল সম্প্রতি। নকীব খানের সুরে এবং শহীদ মাহমুদ জংগীর কথায় রোমান্টিক এই গানে কন্ঠ দিয়েছেন  নন্দিতা এবং রিতুরাজ নামের দুই তরুণ শিল্পী।

'তুমি কাছে এলে একমুঠো রোদ্দুর খেলে, তুমি ভালবাসি বললে চারিদিক হয় ঝলমলে' - এমন কথার গানটিতে সিনেমায়  ঠোঁট মেলাবেন নিলয় আলমগীর এবং মেঘলা মুক্তা। 

কিছুদিন আগে নকীব খানের সুরে এই সিনেমার আরেকটি গান রেকর্ড হয়েছিল সামিনা চৌধুরীর কন্ঠে। পরিচালক আশা প্রকাশ করলেন যে আগামি মার্চের মাঝামাঝি থেকে আবার শুটিং শুরু করতে পারবেন।

গত বছর মার্চ মাসে ৮ দিন শুটিং করার পর করোনা মহামারির কারনে বন্ধ হয়ে যায়। জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে পাঞ্চ এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ ও মোমিনুল হক।

আরও পড়ুন

×