ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সুতোটা ছিঁড়ে দিলাম, নতুন ঘুড়ি ওড়াবো: লোপামুদ্রা

সুতোটা ছিঁড়ে দিলাম, নতুন ঘুড়ি ওড়াবো: লোপামুদ্রা

লোপামুদ্রা মিত্র

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০৬:৪১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ | ০৮:৩৮

‘কে বলেছে আমাদের ডিভোর্স হয়েছে? পুরোটাই মিথ্যা। আমরা একসঙ্গে আছি।’ ২০১৮ সালের মার্চে যখন স্বামী সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী জয় সরকারের সঙ্গে বিচ্ছেদ হওয়ার গুঞ্জন উঠে; তখন এভাবেই সেটা 'গুজব' বলে উড়িয়ে দেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র

ওই ঘটনার আড়াই বছর পর লোপামুদ্রা নিজেই এবার সেরকম একটি ইঙ্গিত দিলেন! জানালেন, ২৫ বছরের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথা। ঘটনা হলো, বুধবার লোপামুদ্রা ফেসবুকে লিখেন, ‘গানজীবন একটাই। নিজের আনন্দ হল শেষ কথা। সুতোটা ছিঁড়ে দিলাম। নতুন ঘুড়ি ওড়াবো। লাটাইটা ২৫ বছরের পুরনো।'

লোপামুদ্রার এই স্ট্যাটাসের মানে বুঝেননি ভক্তরা! তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। লোপার স্ট্যাটাসের নিচে কমেন্টে অনেক প্রশ্ন রাখেন, 'আপনার হলোটা কি? কেন এমন অদ্ভুত কথা লিখেছেন আপনি?' 

পরে ওই স্ট্যাটাসের ব্যাখ্যা দেন লোপা। আনন্দবাজার পত্রিকাকে তিনি জানান, 'স্ট্যাটাস নিয়ে সবাই যেমন ভাবছেন, বিষয়টা তেমন কিছুই নয়। পুরোটাই গান সংক্রান্ত। এর সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনও যোগাযোগ নেই। গানজীবন নিয়েই পোস্ট।’

কী হতে চলেছে সেই গান? লোপামুদ্রা জানান, গান নিয়েই নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চলেছেন তিনি। সেই গান কেমন হবে, খুব দ্রুতই সে কথা অনুরাগীদের জানাবেন তিনি। 

২০০১ সালে কলকাতার সুরকার ও পরিচালক জয় সরকারকে বিয়ে করেন লোপা।


আরও পড়ুন

×