৩০০ কোটির রামায়ণে হৃতিক-দীপিকা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০৬:৫৩
রামায়ণের কাহিনী নিয়ে এর আগে ছবি নির্মাণ করেছে বলিউড। পরিচালক-প্রযোজকরা নিজের নিজের মত করে রামচন্দ্র ও সীতাদেবীর গাথা মানুষের সামনে নিয়ে এসেছেন।
এবার শোনা যাচ্ছে, আবার বড় পর্দায় আসছে রাম সীতার গল্প। ছবি নির্মাতা মধু মন্টানা রামায়ণের ওপর এক বিরাট বিগ বাজেট ছবি তৈরি করতে চলেছেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, মধু মন্টানার এই ছবির বাজেট ৩০০ কোটি রুপি। এতে রামের ভূমিকায় হৃত্বিক রোশন ও সীতার চরিত্রে দীপিকা পাডুকোনের নাম শোনা যাচ্ছে। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকবেন নীতিশ তিওয়ারি। এই নীতিশই আমির খানের সুপার ডুপার হিট ছবি দঙ্গল পরিচালনা করেন।
শোনা যায়, মধু এই ছবির জন্য বেশ কয়েক জন গবেষকের পরামর্শ নিচ্ছেন। তিনি চান না, কোনও ভাবেই এই ছবি নিয়ে বিতর্ক হোক।
- বিষয় :
- দীপিকা পাড়ূকোন
- হৃতিক
- রামায়ণ