এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা

নতুন ছবির লুকে কঙ্গনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১ | ১০:০৭
অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’র পর এবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের সাহসী অভিনেত্রী কঙ্গনা রানৌত। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ইন্দিরা গান্ধীর কোনো বায়োপিক তৈরি করা হচ্ছে না। এটি একটি রাজনৈতিক ছবি। যেখানে কঙ্গনা ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন।
এদিকে অভিনেত্রী টুইট করে ইতোমধ্যেই ইন্দিরা গান্ধীকে নিয়ে তার পরবর্তী সিনেমার লুক প্রকাশ করেছেন। তিনি জানান, ছবিটির চিত্রনাট্যের কাজ প্রায় শেষ হয়ে গেছে।
ছবিটি পরিচালনা করছেন সাই কবীর। এর আগে কঙ্গনাকে নিয়ে ‘রিভলবার রানী’ সিনেমায় কাজ করেছেন তিনি।
পরিচালক জানান, ইন্দিরা গান্ধীকে নিয়ে যে সিনেমা হচ্ছে, তা কোনো বায়োপিক নয়। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। এতে ইন্দিরা গান্ধীর পাশাপাশি সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরারজী দেশাই এবং লাল বাহাদুর শাস্ত্রীর মতো তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্বদের অজানা কাহিনীও তুলে ধরা হবে।