ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অপূর্ব-মেহজাবিনের ভালোবাসার সংসারে শুরু হয় টানাপোড়েন

অপূর্ব-মেহজাবিনের ভালোবাসার সংসারে শুরু হয় টানাপোড়েন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৪৮ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:২৪

আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এস আর মজুমদার নির্মাণ করছেন বিশেষ নাটক ‘আয় ফিরে আয়’। নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন বর্তমান সময়ে টিভি নাটকে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। 

রোমান্টিক এ নাটকের গল্প রচনা করেছেন নির্মাতা এস আর মজুমদার নিজেই। সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি বাড়িতে নাটকটির দৃশ্যধারনের কাজ সম্পন্ন হয়। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এ নাটকের গল্পের বিষয়বস্তু একটু আলাদা। আমার গেটআপ দেখেই তা সহজে অনুমান করতে পারবে দর্শক। যারা সত্যিকার অর্থে বাংলা নাটক ভালোবাসেন কাজটি তাদের পছন্দ হবে।

মেহজাবিন বলেন, ‘এই নাটকের গল্পে শুরু থেকেই ট্র্যাজেডি আছে। যারা দীর্ঘদিন ধরে আমার ও অপূর্ব ভাইয়ার রোমান্টিক গল্পের নাটক দেখেন, তারা নিঃসন্দেহে ভিন্ন কিছু পাবেন। এখানে আমার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। যদিও এ ধরনের চরিত্রে আমি আগেও অভিনয় করেছি। কিন্তু এই নাটকে তা আরো একটু বেশিই চ্যালেঞ্জিং।’

নির্মাতা এস আর মজুমদার বলেন, ‘এক নবদম্পতির সম্পর্কের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই নাটকে। তাদের মধ্যে একটা ক্রাইসিস তৈরি হয়। বাকিটা দর্শক পর্দায় বুঝতে পারবেন। এতোটুকু বলবো যে, শেষ পর্যন্ত নাটকটি দেখলে যেমন আনন্দ পাওয়া যাবে, তেমনই তাদের চোখে পানি চলে আসবে।’

নির্মাতা এস আর মজুমদার জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে সম্প্রচার হবে নাটকটি। এরপর সাউন্ডকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

আরও পড়ুন

×