'ন্যাশনাল ক্রাশ' রাশ্মিকাকে বলিউডে নিয়ে আসছেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:২৩ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:৩৮
দীপিকা-ক্যাটরিনা ও দিশা পাটানির মতো বলিউডের তাবড় তাবড় নায়িকাকে পিছনে ফেলে দিয়েছেন দক্ষিণী নায়িকা রাশ্মিকা। সার্চ ইঞ্জিন গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখে সার্চ করলে রাশ্মিকা মন্দানার ছবিই দেখতে পাবেন।
ভারতীয় ন্যাশনাল ক্রাশ এবার বলিউডে অভিষেকের প্রহর গুনছেন।
জানা গেছে, ‘মিশন মজনু’ ছবিতে দেখা যাবে সিদ্ধার্থ ও রাশমিকাকে। ১২ জানুয়ারি লক্ষ্ণৌতে এই ছবির শুটিং শুরু হবে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিটি সত্তর দশকের সত্য ঘটনা অবলম্বনে বানানো হবে। এই ছবিতে পাকিস্তানে ভারতের গুপ্ত অভিযান নিয়ে এক সত্য ঘটনা তুলে ধরা হবে।
‘মিশন মজনু’ ছবির জন্য লক্ষ্ণৌতে ৪৫ দিনের লম্বা শিডিউল রাখা হয়েছে। ছবির শুটিং হজরতগঞ্জের জাহাঙ্গীরাবাদ প্যালেস, লা মার্টিনিয়র, পথেঘাটে, আর মলীহাবাদে করা হবে। সেখানে এখনই শুটিংয়ের জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে সিদ্ধার্থ চার দিন পর লক্ষ্ণৌতে পৌঁছাবেন।
রাশমিকা তামিল, তেলেগু ছবির একজন প্রিয় মুখ। ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে তার রসায়ন সবাই পছন্দ করবেন বলে আস্থা ছবির নির্মাতাদের।
এই মহূর্তে ‘থ্যাঙ্ক গড’ ছবির শুটিংয়ে ব্যস্ত এই বলিউড তারকা। সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে বিক্রম বাত্রা পরিচালিত ‘শেরশাহ’ ছবিতে। সূত্র: ফিল্মফেয়ার
- বিষয় :
- সিদ্ধার্থ মালহোত্রা
- রাশমিকা মন্দানা