'আমি দিবস বা উৎসবের কথা মাথায় রেখে গান করি না'

হৃদয় খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ০১:০২
হৃদয় খান। তারকা কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। সম্প্রতি মীর সাব্বির পরিচালিত 'রাত জাগা ফুল' ছবিতে প্লেব্যাকের পাশাপাশি সংগীতায়োজন করেছেন তিনি। পাশাপাশি বিচারকের দায়িত্বও পালন করতে যাচ্ছেন 'অনন্য প্রতিভা' নামের রিয়েলিটি শোতে। এ আয়োজন, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
'অনন্য প্রতিভা' রিয়েলিটি শোর বিচারক হওয়ার পেছনে কোন বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছেন?
প্রথমে জানার চেষ্টা করেছি, এই রিয়েলিটি শোর মাধ্যমে প্রতিযোগীদের কোন প্রতিভা তুলে আনা হচ্ছে। যখন দেখলাম, 'অনন্য প্রতিভা' রিয়েলিটির শোর প্ল্যাটফর্মে প্রতিযোগীরা নাচ, গান, আবৃত্তি, মার্শাল আর্ট, চিত্রশিল্পসহ নানা বিষয়ে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে, তখন কিছুটা অবাক হয়েছি। কারণ, নির্দিষ্ট একটি বিষয় নিয়ে অনেক রিয়েলিটি শো হচ্ছে। কিন্তু একই রিয়েলিটি শোতে এত প্রতিভা তুলে আনা হবে, তখন নিজেরও আগ্রহ তৈরি হয়েছে। আমি শুধু কণ্ঠশিল্পী নই, সংগীত ও চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত। পাশাপাশি সাউন্ড ডিজাইন থেকে শুরু করে টেকনিক্যাল নানা বিষয় নিয়ে কাজ করি। তাই যখন আমাকে বিচারক হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন প্রস্তাবে নিদ্র্বিধায় রাজি হয়ে গেছি।
সিনেমা নির্মাণের কারণেই কি গানে আগের মতো সময় দিতে পারছেন না?
'ট্র্যাপড' ছবির কাজ তো শেষ করেছি অনেক আগেই। এরপর পরিচালনা নিয়েই ব্যস্ত ছিলাম, তাও নয়। গত বছর করোনার জন্য তেমন কিছু করতে পারিনি। আর এখন পারছি না, স্টুডিও ডিজাইনের কারণে। আমার রেকর্ডিং স্টুডিওর সব কাজ শেষ হয়ে গেলেই নতুন গানের দিকে মনোযোগ দেব।
এর মধ্যে তাহলে নতুন কোনো গান প্রকাশ পাবে না?
মীর সাব্বির পরিচালিত 'রাত জাগা ফুল' ছবিতে একটি গান করেছি। 'জীবন নদীর কূল কিনারা' শিরোনামের এই গানের কথা লিখেছেন পরিচালক নিজে। এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর-সংগীতায়োজন করেছি। যতদূর জানি, এই গানটি খুব শিগগিরই প্রকাশ পাবে।
সিনেমার গানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ কতটুকু পান?
সিনেমার গান তৈরি হয় গল্প, চরিত্র ও ঘটনার বাঁকবদল নিয়ে। সেই দিকটা ঠিক রেখে নিজের মতো করে কাজের সুযোগ থাকে। অন্তত আমি পেয়েছি। এবার যেমন 'রাত জাগা ফুল' ছবিতে গাইলাম, সেই গানের সঙ্গে আমার আগের কোনো গানের মিল খুঁজে পাওয়া যাবে না। কারণ এটি ফোক ধাঁচের গান। এ ধরনের গান আগে কখনও গাইনি।
ভালোবাসা দিবসে একটি গান প্রকাশের কথা বলেছিলেন। প্রকাশের দিন-তারিখ চূড়ান্ত করেছেন কি?
আমি কখনোই দিবস বা উৎসবের কথা মাথায় রেখে গান তৈরি করি না। তারপরও চেয়েছিলাম এবার ভালোবাসা দিবসে একটি গান করব। সুরও করেছি। কিন্তু স্টুডিওর কাজ নিয়ে এত ব্যস্ত যে, গানের কাজ শেষ করা হয়নি। তবে ভালোবাসা দিবসে না হলেও বছরের যে কোনো সময় গানটি প্রকাশ করব।
নতুনদের নিয়ে কোনো আয়োজনের কথা ভাবছেন?
নতুনদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। 'হৃদয় মিক্স' সিরিজ অ্যালবামের মধ্য দিয়ে তাদের কাজ তুলে ধরা হবে। নতুনদের জন্য কিছু করতে পারা কত যে আনন্দের, তা বলে বোঝানো যাবে না। সেই আনন্দ ধরে রাখতেই 'হৃদয় মিক্স'-এর নতুন সংকলনের পরিকল্পনা।
- বিষয় :
- বিনোদন খবর
- হৃদয় খান
- সঙ্গীত