ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

কৃষকদের জন্য টুইট করতে রিয়ানার বিরুদ্ধে ১৮ কোটি রুপি নেওয়ার অভিযোগ

কৃষকদের জন্য টুইট করতে রিয়ানার বিরুদ্ধে ১৮ কোটি রুপি নেওয়ার অভিযোগ

রিয়ানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৩১ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৪৪

ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইটের জন্য পপ তারকা রিয়ানা ১৮ কোটি রুপি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

কানাডাভিত্তিক একটি পিআর প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি এ অর্থ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর নিউজ ১৮-এর 

কানাডার বাইরে থাকা রাজনৈতিক নেতাকর্মীদের সমর্থন নিয়ে পিআর প্রতিষ্ঠানটি ভারতের কৃষক বিদ্রোহ নিয়ে বিশ্বব্যাপী প্রচারণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতের শিখ সম্প্রদায়ের খালিস্তান আন্দোলনের সম্পর্ক আছে বলেও অভিযোগ পাওয়া গেছে। 

কয়েকদিন আগে ভারতের কৃষক আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করে রিয়ানা লিখেছিলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা কেন কথা বলছি না!’ আর তার পরেই মুহূর্তে সারাবিশ্বে কৃষক আন্দোলনের বিষয়টি ছড়িয়ে পড়ে।

রিয়ানার টুইটের পর পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও এক টুইটে ভারতের কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন।

কৃষক আন্দোলন নিয়ে তাদের টুইটের পরে নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কোনো মিথ্যা প্রচার ভারতের একাত্মতা রোধ করতে বা দেশকে নতুন উচ্চতা অর্জনে বাধা দিতে পারে না।

কেন্দ্রীয় সরকার থেকে বিবৃতিও প্রকাশ করে বলা হয়, কোনো কিছু না জেনে সেলেব্রিটিরা সোশ্যাল মিডিয়া পোস্ট করলে মানুষের কাছে ভুল বার্তা যায়।


আরও পড়ুন

×