চলে গেলেন অস্কার জয়ী অভিনেতা ক্রিস্টোফার প্ল্যামার

ক্রিস্টোফার প্লামার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৩১
অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার আর নেই। তার বয়স হয়েছিল ৯১ বছর। ক্যান্সিটিকাটে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার পরিবার। তখন তার পাশে ছিলেন স্ত্রী এলেইন টেলর।
প্লামার ২০১১ সালে 'বিগিনারস' ছবির জন্য ৮২ বছর বয়সে অস্কার পান। তিনিই অস্কারজয়ী সবচেয়ে প্রবীন অভিনেতা। তার অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে 'সাউন্ড অব মিউজিক', 'দ্য ম্যান হু উড কি কিং' এবং 'অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড' উল্লেখযোগ্য।
১৯৫৮ সালে প্ল্যামারের প্রথম ছবি 'স্টেজ স্ট্রোক' মুক্তি পায়। এরপর দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করেছেন। শুধু চলচ্চিত্র নয়, প্ল্যামার দাপটের সঙ্গে মঞ্চেও অভিনয় করেছেন।
প্লামারের জন্ম ১৯২৯ সালে টরন্টোয়। কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের বংশধর ছিলেন তিনি। টরোন্টো শহরেই তিনি বেড়ে উঠেছেন। ছোট থেকেই ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি সমান দক্ষ ছিলেন। পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন মন্ট্রিয়ল রেপার্টরি থিয়েটারে।
- বিষয় :
- অস্কারজয়ী অভিনেতা
- ক্রিস্টোফার প্লামার