ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'অভিনেতা হতে চাইনি, জোর করে বানিয়ে দেওয়া হয়েছে'

'অভিনেতা হতে চাইনি, জোর করে বানিয়ে দেওয়া হয়েছে'

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ২৩:২৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ২৩:৪৪

রাইসুল ইসলাম আসাদ। বরেণ্য অভিনেতা। সাংস্কৃতিক অঙ্গনে কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি। এই সম্মাননার অনুভূতি, ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

জীবনে অনেক সম্মাননা পেয়েছেন। একুশে পদক প্রাপ্তিতে কেমন লাগছে?

পুরস্কার সবসময়ই ভালো লাগার বিষয়। এর বাইরেও ভালো লাগার একটি কারণ আছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় পুরস্কার পাচ্ছি, এটা তো বড় পাওয়া। আর চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আয়োজনও চলছে। এটাও খুব সুন্দর একটি দিক। আমার প্রতিটি অর্জনে মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যখন ফোন করে এ প্রাপ্তির কথা জানানো হয়, তখন মুক্তিযুদ্ধে যাদের হারিয়েছি, সেইসব স্বজনের কথা খুব মনে পড়েছে। দেশ স্বাধীন হয়েছিল বলেই আজ অভিনেতা হতে পেরেছি। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এবার ভূষিত হয়েছি একুশে পদকে। আমার কাছে এ পুরস্কারের ব্যাপ্তি আকাশের চেয়েও বড়। এ অর্জনের জন্য পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি কৃতজ্ঞ। এ স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকেও অশেষ ধন্যবাদ জানাই।

এ অর্জন আগামীতে কাজের প্রতি কি আরও দায়বদ্ধতা বাড়িয়ে দেবে?

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। অভিনয় জীবনের শুরু থেকে প্রতিনিয়ত ভালো অভিনয়ের স্বপ্ন দেখতাম। এখন রাষ্ট্রীয় এ সম্মানে সে স্বপ্ন আরও প্রস্ম্ফুটিত হলো। শিল্প সাধনার প্রথম দিন থেকে দায়বদ্ধতা নিয়ে অভিনয় করে চলেছি। তবে হ্যাঁ, এ পদক অবশ্যই আমাকে নতুনভাবে প্রাণিত করেছে। আগামীতে নতুন উদ্যমে ভক্তদের আরও নান্দনিক অভিনয় উপহার দিতে চাই।

বেশ কিছুদিন কোনো নাটকের শুটিংয়ে আপনাকে দেখা যায়নি, অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত?

অভিনয়ের বাইরে অন্য কোনো কাজ করা হয় না। অভিনয় নিয়েই ব্যস্ত। নাটকে অভিনয় করতে দেখা যায়নি; কারণ করোনার আগে দীপংকর দীপনের 'অপারেশন সুন্দরবন' ছবিতে অভিনয় করেছি। সুন্দরবন এবং তার আশপাশের বেশ কিছু জায়গায় ছবির শুটিং হয়েছিল। এরপর করোনা চলে এলো। বাসা থেকে একদমই বের হয়নি। করোনার প্রকোপ কমায় কাজ শুরু করেছি। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বায়োপিক 'বঙ্গবন্ধু' ছবিতে অভিনয় করব। এই ছবিতে আমাকে দেখা যাবে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে।

শুনেছি, এই ছবিতে দৃশ্যধারণে অংশও নিয়েছেন-

হ্যাঁ, এই ছবির কাজে কিছুদিন আগে মুম্বাই গিয়েছিলাম। মাত্র এক দিন শুটিং করেছি। আবারও ১৪ ফেব্রুয়ারি সেখানে শুটিং করব। এবার ঢাকার অংশের কাজ করব। আপাতত এই ছবির কাজের মধ্যে ডুবে আছি। অল্প কাজ করেছি, তাই এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। এ বিষয়ে বেশি কিছু বলাও নিষেধ রয়েছে।

মঞ্চে আবার কবে দেখা যাবে?

শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও মঞ্চে কাজ করা হয়ে ওঠেনি। আবার কবে মঞ্চে উঠতে পারব, সেটিও নিশ্চিত বলতে পারছি না।

অবসর কাটে কী করে?

শুটিং না থাকলে বাসায় থাকার চেষ্টা করি। প্রচুর বই পড়ি, টিভি দেখি। মাঝে মাঝে গান শোনা হয়। নিকটজনের সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করি। এভাবে সময় কেটে যাচ্ছে।

অভিনয় জীবনে অপ্রাপ্তি আছে কি?

পৃথিবীতে কোনো মানুষ পূর্ণ নয়। আমি তো অভিনেতাই হতে চাইনি। জোর করে আমাকে অভিনেতা বানিয়ে দেওয়া হয়েছে। তবে এ জীবন নিয়ে কোনো অপ্রাপ্তি নেই। একটি অতৃপ্তি আছে। একটি ভালো অভিনয়ের অপেক্ষায় আছি। তাই অভিনয়ে মগ্ন থেকে সেই ভালো অভিনয়ের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলছি।

আরও পড়ুন

×