মান্নাকে নিয়ে মিথ্যা ভিডিও, ইউটিউবারদের ওপর ক্ষুব্ধ শেলী মান্না

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ০২:৩২ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:০৮
বিএফডিসির অভ্যন্তরে শনিবার বিকেলে কয়েকটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। এসময় কয়েকজন ইউটিউবার ঢুকে পড়েন সেখানে। রীতিমতো বিরক্তিকর পরিস্থিতি তৈরি করেন। তবে এ কারণে রাগ হননি শেলী। তিনি একজন ইউটিউবারকে চিনে ফেলেন, যিনি মান্নাকে নিয়ে 'মিথ্যা' ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছেন।
এরপর ওই ইউটিউবারকে তিনি প্রশ্ন করতে শুরু করেন। শেলী তাকে বলেন, 'কেন আপনি মান্নাকে নিয়ে ওইসব বলেছেন, আপনি জানেন মান্নাকে এফডিসির গেটের দারোয়ান মেরেছিল? আপনি জানেন? আপনারা এইসব মিথ্যা ভিডিও বানিয়ে ভিউ তৈরি করছেন, কেন? কেন মান্নার মতো একজনকে আপনারা এভাবে অসম্মান করেন, কেন? এভাবে টিআরপির জন্য কেন এইসব করেন?'
শেলী এসময় বেশ ক্ষোভ প্রকাশ করেন। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরাও বিষয়টিকে ভালোভাবে নেননি। দেশের তারকাদের নিয়ে একদল কথিত ইউটিউবার বানোয়াট গল্পের ভিডিও বানিয়ে ইউটিউবে প্রকাশ করছেন।
শনিবার ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন ছিল এফডিসিতে। চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজন জানান, এদিন নির্বাচনকে কেন্দ্র করে কয়েকশ' বহিরাগত ঢুকে পড়েন। এর মাঝে বড় একটি শ্রেণি ছিল ইউটিউবার, যারা কোনো তারকা, বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কাউকে পেলেই তার বক্তব্য নেওয়া শুরু করেন।
এ বিষয় বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, 'মান্না ভাইকে নিয়ে এরকম ভিডিও করা খুবই ঘৃণ্যতম কাজ। আমি বুঝি এফডিসির গেটে যারা থাকে, তারা কেন এদের ঢুকতে দেয়, এরা ঢুকে ক্রমেই বিশৃঙ্খলা তৈরি করে। যার তার বক্তব্য নিয়ে বড় ও সম্মানী শিল্পীদের অসম্মমান করে। আমিও বিষয়টা এফডিসি কর্তৃপক্ষের কাছে জানতে চাই, কেন এইসব বহিরাগত মানুষ ঢোকে?'
ওই ইউটিউবাররা সাংবাদিক পরিচয়ে এফডিসিতে ঢুকে বিভিন্নজনের সাক্ষাৎকার নেওয়া শুরু করে। কেউ কেউ 'প্রেস' লেখা কার্ড ও জ্যাকেট শরীরে দিয়ে ঢুকে পড়েন। তবে অভিযোগ রয়েছে, অধিকাংশই গেটে দারোয়ানদের 'ম্যানেজ' করে ঢুকে পড়েন। এফডিসিতে বিশৃঙ্খলা তৈরি করেন।
জায়েদ খান বলেন, ''এদের কারণে আমাদের মতো শিল্পীদের সম্মানহানি হচ্ছে। মরহুম মান্না ভাইকেও তারা 'অপমান' করেছে। এটা খুবই দুঃখজনক। আমি বেশকিছু টিউবারের তথ্য ও ছবি যোগাড় করেছি। শিগগির এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। ইতোমধ্যে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে সমস্ত ইউটিউবারদের প্রবেশ নিষিদ্ধ করেছি।''
- বিষয় :
- শেলী মান্না
- এফডিসি
- নায়ক মান্না