ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

শিল্পার বিলাসবহুল গাড়ির দাম ১ কোটি ৬৫ লাখ রুপি

শিল্পার বিলাসবহুল গাড়ির দাম ১ কোটি ৬৫ লাখ রুপি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:৫০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:০১

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি নানা গুণে গুণী এই বলিউড তারকা আলোচনায় এসেছেন । এবার শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্র নতুন বিলাসবহুল একটি গাড়ি কিনে আলোচনায় এসেছেন। 

কালো রঙের এই মার্সিডিস-বেনজ-ভি ক্লাসের এই গাড়িতে মুম্বাইয়ের রাস্তায় এ দম্পতিকে দেখা গেছে। তাদের দেখা মাত্রই পাপারাজ্জিরা তাদের ছবি তোলেন এবং দৃশ্য ধারণ করেন।

মুম্বাইয়ের বোরলি এলাকার জনপ্রিয় একটি রেস্তোরাঁয় পরিবারের সদস্যসহ দেখা মেলে শিল্পা শেঠির।

ভারতে কালো রঙের ওই মার্সিডিস-বেনজ-ভি ক্লাসের গাড়ির দাম ৭১.১০ লাখ রুপি থেকে এক কোটি ৪৬ লাখ রুপি। শিল্পার গাড়ির দাম ১.৪৬ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ এক কোটি ৬৫ লাখ টাকার বেশি। গাড়িতে আটজন বসার সক্ষমতা রয়েছে।

২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী শিল্পার শিল্পপতি জীবনসঙ্গীর মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় তিন হাজার কোটি টাকা। অন্যদিকে ২০২০ সালের হিসাব অনুসারে, শিল্পা নিজে ‘মাত্র’ ২০০ কোটি রুপির মালিক।

সম্প্রতি শেষ হয়েছে শিল্পা অভিনীত ‘নিকাম্মা’ ছবির শুটিং, মুক্তির অপেক্ষায় আছে  ‘হাঙ্গামা টু’ ছবিটি। সূত্র: বলিউড শাদিস.ডটকম


আরও পড়ুন

×