ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কে থাকছেন রাখি সাওয়ান্তর বায়োপিকে?

কে থাকছেন রাখি সাওয়ান্তর বায়োপিকে?

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১ | ০৫:১৩ | আপডেট: ০৬ মার্চ ২০২১ | ০৭:১২

বলিউডের আলোচিত এক চরিত্রের নাম রাখি সাওয়ান্ত। চলচ্চিত্রের অভিনেত্রী ছাড়াও রাখি একাধারে নৃত্যশিল্পী, মডেল, টেলিভিশন অভিনেত্রী ও উপস্থাপক। তবে বলিউডে তিনি 'আইটেম গার্ল' হিসেবেই বেশি পরিচিত।

সমগ্র ভারত জুড়েই আলোচিত এক চরিত্রের নাম রাখি। সিনেমার এ অভিনেত্রীর রাখির জীবনও সিনেমার গল্পের মতোই। 

তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাষ্ট্রীয় আম পার্টি নামে জয় শাহের নেতৃত্বে নিজস্ব রাজনৈতিক দল চালু করেছিলেন। তবে নির্বাচনের পরে তিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটওয়ালে)-এ যোগ দিয়েছিলেন।

 এবার এই আলোচিত অভিনেত্রীর জীবন কাহিনী নিয়ে বায়োপিক তৈরির খবর  আপাতত বলিউডে বেশি তুলকালাম চলছে।

রাখি সম্প্রতি জানিয়েছেন যে বলিউডের বর্ষীয়ান কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার তার একটা বায়োপিক বানাতে আগ্রহী। এই নিয়ে কথা পাকা করার জন্য তিনি ফোন করে রাখিকে নিজের বাড়িতে আসতেও বলেছিলেন। পরে করোনাকালীন পরিস্থিতিতে সেই বৈঠক আর হয়ে ওঠেনি।

অবশ্য রাখি সত্যি বলছেন কি না, তা নিয়ে সন্দেহ ততক্ষণ পর্যন্ত যায় না, যতক্ষণ না জাভেদ মুখ খুলছেন!  

রাখির ভাষ্য, ছবিটি নির্মিত হলে তার ইচ্ছে এতে নামভূমিকায় অভিনয় করুক আলিয়া ভাট! তবে আলিয়া রাজি না হলে বলিউডের অন্য তিন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রিয়াঙ্কা চোপড়া কারিনা কাপুর খানের মধ্যে থেকেই কেউ অভিনয় করুন, সেটাই চাইছেন তিনি! সূত্র: বলিউড হাঙ্গামা 

আরও পড়ুন

×