ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুশির সঙ্গে খুব খুশি জাহ্নবী

খুশির সঙ্গে খুব খুশি জাহ্নবী

ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৫:৪২ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৫:৪৭

বলিউডের কিংবদন্তি চিত্রনায়িকা প্রয়াত শ্রীদেবী আর প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। আর ছোট মেয়ে হলেন খুশি কাপুর। এরই মধ্যে চলচ্চিত্রে নাম লিখিয়ে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন জাহ্নবী।

সম্প্রতি কাজ থেকে ছুটি পেয়েই নিউইয়র্কে উড়াল দিয়েছেন তিনি। সেখানে পড়াশোনা করছেন খুশি।  আর সেখানে গিয়েই দুই বোন মেতে উঠেছেন খুনসুটিতে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে দুই বোনের সুন্দর মুহূর্ত কাটানোর প্রতিটি ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জাহ্নবী। আর একের পর এক ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, খুব খুশি। ইনস্টাগ্রামে সে সব ছবি পোস্ট করার মুহূর্তেই অন্তর্জালে তা হু হু করে ভাইরাল হয়।

২০১৮ সালে ধাড়াক ছবিটির মাধ্যমে বলিউডে অভিষিক্ত হন জাহ্নবী কাপুর। যদিও সেটা ছিল একটা মারাঠি ছবির পুনর্নির্মাণ। হাতে এখন তিনটি ছবি এই বলিউড তারকার। রোহি আফজা, কার্গিল গার্ল আর সম্প্রতি যুক্ত হয়েছেন দস্তানা টু ছবিতে। 


আরও পড়ুন

×