মা হচ্ছেন 'আয়নাবাজি' ছবির নাবিলা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২১ | ০৪:৩৪ | আপডেট: ০১ এপ্রিল ২০২১ | ০৬:১২
'আয়নাবাজি' খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা মা হতে যাচ্ছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নাবিলা বলেন, 'সবাই আমাদের জন্য দোয়া করবেন। এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে।'
সুখবরটি জানানোর পাশাপাশি সবাইকে করোনার এই সময়ের নিরপদে ও সামাজিক দূরত্ব মেনে চলারও অনুরোধ করেন নাবিলা।
২০১৮ সালের জুলাই মাসে জোবাইদুল হক রিম নামে এক ব্যাংকারকে বিয়ে করেন নাবিলা। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে হয় তাদের বিয়ের আয়োজন।
অনুষ্ঠানে নাবিলার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমের বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা।
- বিষয় :
- মাসুমা রহমান নাবিলা
- মা হচ্ছেন