ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

একইদিনে করোনায় আক্রান্ত অক্ষয় ও গোবিন্দ

একইদিনে করোনায় আক্রান্ত অক্ষয় ও গোবিন্দ

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১ | ০৮:২১ | আপডেট: ০৪ এপ্রিল ২০২১ | ০৮:২৪

বলিউডে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। সম্প্রতি অনেক অভিনেতা ও অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার একইদিনে বলিউডের দুই জনপ্রিয় তারকা অক্ষয় কুমার ও গোবিন্দ করোনায় সংক্রমিত হয়েছেন। 

এদিন অক্ষয় কুমার তার করোনা আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন  ‘আজ সকালে করোনা পরীক্ষায় জানা গেল, আমি করোনায় আক্রান্ত। এই খবরটা আপনাদের জানানোর ছিল। আমি সঙ্গে সঙ্গে নিজেকে আলাদা করে ফেলেছি। বাসায় থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। আপনারা যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, দ্রুত করোনা পরীক্ষা করান। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠে সেটে ফিরব।’

এদিকে আরেক বলিউউ অভিনেতা গোবিন্দ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বাড়িতে কোয়ারেন্টিনে আছেন এবং তার মৃদু উপসর্গ আছে বলে জানিয়েছেন তার স্ত্রী সুনীতা।

এই অভিনেতার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘অত্যন্ত সতর্কতার সত্ত্বেও, দুর্ভাগ্যবশত গোবিন্দ করোনায় আক্রান্ত হয়েছেন।’

‘সাম্প্রতিক সময়ে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের নমুনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী সুনীতা আহুজা।’

গোবিন্দ’র পরিবারের অন্যান্য সদস্য এবং তার কর্মীদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সূত্র: ইন্ডিয়া টুডে


আরও পড়ুন

×