ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আগে আজিজুল হাকিম, পরে জিনাত হাকিম

আগে আজিজুল হাকিম, পরে জিনাত হাকিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১ | ০৬:৫৯

অভিনয়ে এখন দেখা যায়না  আজিজুল হাকিমকে। অভিনয়ের ব্যস্ততা কম থাকায়  কিছুদিন আগে ওয়ালটনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে।

আজিজুল হাকিমের ওয়ালটনে যোগদানের পর  এবার ওয়ালটন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হলেন হাকিম পত্নী নির্মাতা জিনাত হাকিম।  গত বৃহস্পতিবার  রাজধানীতে বসুন্ধরা ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে জিনাত হাকিমকে বরণ করে নেওয়া হয়।

করোনায় লকডাউন ঘোষণার কারনে কর্পোরেট অফিসের বোর্ড রুমে স্বাস্থ্য বিধি মেনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় ও সকল কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দায়িত্ব অর্পণ করা হয়।

এসময় জিনাত হাকিমকে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ওয়ালটনের পরিচালক ও ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি। ফুল দিয়ে অভিবাদন জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু।

এ সময় জিনাত হাকিম বলেন, ‘ওয়ালটন বাংলাদেশের প্রতিষ্ঠান, দেশের মানুষের প্রতিষ্ঠান। ওয়ালটন আজ সকলের কাছে এক বিশ্বস্ততা ও আস্থার নাম। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে ওয়ালটনের ভুমিকা অসীম ও অনস্বীকার্য। বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে বাংলাদেশকে বিশ্বে ব্রান্ডিং করছে এই শিল্প প্রতিষ্ঠান। ওয়ালটন পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত।’

আরও পড়ুন

×