মৃত্যুর খবরে শাবানা বললেন, কবরী একজনই হয়

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১ | ০০:১২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ | ০০:১৯
কবরী যখন মারা যান আমেরিকায় তখন সেহরীর সময় প্রায়। কবরীর চিরবিদায়ের খবর ততক্ষণে পৌঁছে যায় আমেরিকার নিউ জার্সিতে থাকা আরেক বরেণ্য অভিনেত্রী শাবানার কাছেও।
মিষ্টি মেয়ে কবরী আর নেই- এমন খবরে স্তম্ভিত হয়ে পড়েন শাবানা । খবটি বিশ্বাস হচ্ছিলো না তার। এক কিংবদন্তির বিয়োগের খবরে আরেক কিংবদন্তী যেনো অস্থির হয়ে উঠেন। শাবানা বার বার জানতে চাইছিলেন, সত্যিই কবরী নেই? সতিই নেই...! শাবানা মূলত কবরী নেই খবরটি বিশ্বাস করতে চাইছিলেন না। কবরীর মৃত্যুর খবরটি তিনি ভুল শুনছেন এটাই বার বার প্রতিষ্ঠা করতে চাইছেলেন।
কিন্তু খবরটি তো আর ভুল নয়। সত্যিই চির অন্তিমের পথে পাড়ি জমিয়েছেন সারাহ বেগম কবরী।
কবরীর মৃত্যুর খবর পেয়ে স্তম্ভিত শাবানার মুখ থেকে একটি কথাই বের হয়ে এলো 'আমাদের কবরী চলে গেলেন!'
পরক্ষণেই সামলে নিলেন শাবানা। বললেন, ’কবরী চলে যাওয়ার নয়। আমাদের কাছে কবরী একজনই। এ কবরী কখনই চলে যাওয়ার নয়। তার কাজই তাকে আজীবন বাঁচিয়ে রাখবে।’
এর আগে কবরী লাইফ সাপোর্টের খবর পেয়ে শাবানা ও স্বামী দুজনেই ভীষণ চিন্তিত বলে জানিয়েছিলেন। সে সময় শাবানা বলেন, ‘কবরী আপা আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন। সৃষ্টিকর্তা তার কষ্ট লাঘব করে দিক। আমরা সবাই তার জন্য মন থেকে দোয়া করছি।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী (ইন্না... রাজিউন)। বয়স হয়েছিল ৭১ বছর।
গত ৫ এপ্রিল অভিনেত্রী কবরীর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষপর্যন্ত তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল।
- বিষয় :
- কবরীর মৃত্যু
- শাবানা