করোনায় আক্রান্ত সোনু, উদ্বিগ্ন ভক্তরা

ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১ | ০৫:১১
এবার করোনায় আক্রান্ত হয়েছেন সোনু সুদ। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন সোনু।
অবশ্য ভক্তদের আশ্বস্ত করে এই অভিনেতা জানিয়েছেন, তিনি এই মুহুর্তে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। কভিডে আক্রান্ত হলেও তিনি মানুষকে সাহায্য করা থামিয়ে দেবেন না বলেও বার্তা দিয়েছেন।
পরিযায়ী শ্রমিকদের অসহায়ত্ব দেখে প্রাণ কেঁদে উঠেছিল বলিউড তথা দক্ষিণী তারকা সোনু সুদের। তাই তাদের দুঃখে ছুটে গেছেন এই অভিনেতা। মুম্বাইসহ বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাসায় ফেরানোর জন্য দিনরাত এক করেছেন তিনি। বলিউডের খানদের সঙ্গে পাল্লা দিয়ে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন ৪৭ বছর বয়সী এই তারকা।
সম্প্রতি করোনা টিকা নিয়েছিলেন সোনু। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে তাকে করোনা ভ্যাকসিন কর্মসূচির ব্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছিল। যদিও প্রথম ডোজ নেওয়ার কিছুদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন এই অভিনেতা।
প্রায় দুই দশক ধরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও বলিউড দুনিয়ায় দাপটের সঙ্গে কাজ করছেন সোনু। সূত্র: হিন্দুস্তান টাইমস
- বিষয় :
- সোনু সুদ
- করোনাভাইরাস
- বলিউড