ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কবরী নিজেই নিজের তুলনা: আলমগীর

কবরী নিজেই নিজের তুলনা: আলমগীর

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১ | ০৫:২৭ | আপডেট: ১৭ এপ্রিল ২০২১ | ০৭:৫৫

বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী সারোয়ার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। কিংবদন্তি এ অভিনেত্রীর মৃত্যুতে মুষড়ে পড়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়ক আলমগীর। ২৫টির মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

কবরী চলে যাওয়ার বিরহে কথা বলতে পারছিলেন না আলমগীর। ভারী কণ্ঠে বললেন, কবরীর সঙ্গে আমার ৫০ বছরের স্মৃতি। অসাধারণ একজন ভালো মানুষ ছিলেন। করোনায় তাকে হারাতে হবে মানতে পারছি না।

কবরীর সঙ্গে মিষ্টি মধুর সম্পর্ক ছিল আলমগীরের। কথায় সেটাই ফুটে উঠল। আলমগীর বলেন, ‌যখন আমরা একসঙ্গে ছবি করতাম, তখন আমাদের প্রতিদিনই ঝগড়া হত দুই-তিন বার করে, আবার মিলেও যেতাম। এ রকম একটা বন্ধুত্ব ছিল ওনার সঙ্গে। অত্যন্ত স্নেহ করতেন। আমরা তিনজনে একটা গ্রুপ ছিলাম। এটা সত্তর দশকের কথা। আমি, চিত্রগ্রাহক মাহফুজ আর কবরী, তিনজনের একটা গ্রুপ ছিল। খুবই আড্ডা হত আমাদের। 

'আমার জন্মভূমি' সিনেমার শুটিংয়ের স্মৃতি টেনে এনে আলমগীর বলেন, আমরা তখন তো নতুন আর্টিস্ট। আমরা কোথায় থাকব, কী করব, সব তো জানার কথা না। প্রোডাকশন থেকেও দেখত না। তবে উনি কিন্তু সবারই খোঁজ খবর নিতেন। 'আমার জন্মভূমি' সিনেমার শুটিংয়ের সময় আমাকে কোনো রুম দেওয়া হয়নি। একটা বড় বারান্দা ছিল, ওইটাতে খড় বিছিয়ে বিছানা করে ঘুমিয়েছিলাম। পরের দিন এটা উনি দেখলেন। দেখেই টাকা দিয়ে চকি, চাদর, বালিশ এনে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। এগুলো অসাধারণ ব্যাপার। এমন স্মৃতি অনেক আছে।

সবশেষ আলমগীর বলেন, কবরী কেমন মানুষ ছিলেন, সে বিচার আমার করার সাধ্য নেই। শুধু বলব কবরী আপার তুলনা কবরী নিজেই। অভিনেত্রী কবরীকে মূল্যায়ন করার মতো দৃষ্টতা আমার নেই।

আরও পড়ুন

×