ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রিয় মিষ্টি মেয়ে...

প্রিয় মিষ্টি মেয়ে...

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১ | ০২:০০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১ | ০২:১৬

১৭ এপ্রিল, চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী চলে গেছেন না ফেরার দেশে। তার অভিনীত চলচ্চিত্র কয়েক প্রজন্মের বেড়ে ওঠার সঙ্গী। আপন সৃষ্টিকর্ম তাকে স্মরণীয় করে রাখবে। প্রিয় অভিনেত্রীর প্রতি তারকাদের শ্রদ্ধাঞ্জলি...

আলমগীর

আমার চলচ্চিত্র যাত্রা শুরুর আগেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন কবরী ম্যাডাম। যদিও আমাদের বয়স একেবারেই কাছাকাছি। কিন্তু তিনি যেহেতু আমার আগে সিনেমাতে এসেছিলেন, তাই তাকে বড় বোনের মতো ভেবেছি। তার সঙ্গে আমার অনেক স্মৃতি। কবরী ম্যাডামের মতো এমন প্রাণবন্ত শিল্পী খুব কমই পাওয়া যায়। তার সঙ্গে যখনই কোনো সিনেমার আউটডোরে গিয়েছি, মনেই হতো না- ঢাকার বাইরে আছি। সবাইকে নিয়ে আড্ডা দিতেন। কে কী করছে, কে কোথায় ঘুমাবে, সব খবর রাখতেন। আমি, কবরী আপা আর চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান- তিনজন মিলে একটি গ্রুপ করেছিলাম। এই তিনজনের মধ্যে দু'জনই আমাদের ছেড়ে চলে গেলেন।

রুনা লায়লা

কবরী আপাকে হারিয়ে শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। চ্যানেল আইয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল বেশ কয়েকবার। এ ছাড়াও দেশের বাইরে বেশ কয়েকটি আয়োজনে একসঙ্গে গিয়েছি। বছর দুই আগে শিল্পীদের এক মিলনমেলায় আমাদের বাড়িতে এসেছিলেন। অনেক গল্প করে আনন্দঘন সময় কাটিয়েছি। 'লাভ ইন সিমলা' ছবির 'হেরে গেছি আজ আমি নিজের কাছে/ হেরে গেছি জীবনের খেলাতে'- আমার গাওয়া এ গানটি তার লিপে ব্যবহার হয়েছিল। এটি যেন তার জীবনের সঙ্গে মিলে গেছে। এই তো দু'দিন আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। আশা করেছিলাম, ফিরে আসবেন। কিন্তু চলে গেলেন! এ এক বড় শূন্যতা।

সুবর্ণা মুস্তাফা

আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ- সব বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রুপালি পর্দার সেরা অভিনেত্রী আপনি। আপনাকে আমি কীভাবে বিদায় জানাব! দমবন্ধ লাগছে! শান্তিতে থাকুন, প্রিয় কবরী ফুপু।

সাবিনা ইয়াসমিন

ক'দিন আগেই কবরী আপার সর্বশেষ ছবি 'এই তুমি সেই তুমি'র সংগীতের কাজ করলাম। এটাই যে তার সঙ্গে আমার শেষ কাজ হবে, তা কখনও ভাবিনি। সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া রইল।

কনক চাঁপা

প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। যখন মোটামুটি নিয়মিত হয়, তখন তা সহ্যের বাইরে চলে যায়। কবরী আপার চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে, যা বলে শেষ করা যাবে না।

ফেরদৌস

কিছু কিছু সময় আসে, যে সময় মন খারাপের বিষয়টা আসলে ভাষায় প্রকাশের নয়। এত কাছের একজন মানুষ ছিলেন কবরী আপা, যে তার এই চলে যাওয়া অবিশ্বাস্যই মনে হচ্ছিল আমার কাছে। তার তৈরি প্রথম সিনেমার নায়ক হতে পেরেছি- এটা আমার জন্য সত্যিই অনেক বড় সৌভাগ্য। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।

রিয়াজ

একজন অভিনেতা হিসেবে মানুষের হৃদয়ের কাছে যেতে পারা, মানুষের ভালোবাসার পাত্র হতে খুব কম মানুষই পারেন। কবরী আপা পেরেছিলেন। তাই তো তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের প্রিয়জন; আমাদের প্রিয়জন।

শাকিব খান

কিংবদন্তি এই মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন কবরী আপা...

শবনম বুবলী

মৃত্যু সবচেয়ে বড় সত্য- কিন্তু এত অবিশ্বাস্য কেন? তিনি আমায় অনেক স্নেহ করতেন। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

জয়া আহসান

বাংলাদেশের চলচ্চিত্র যে খুব প্রশস্ত একটা রাজপথে উঠে গেছে, তা নয়। তবুও আমরা যারা এই পথ ধরে হাঁটছি; এই পথটি যাদের প্রচেষ্টায় তৈরি হয়েছে, কবরী আপা তাদের একজন। চট্টগ্রাম থেকে এসে সারাদেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন। তার অভিনীত চরিত্রের মধ্যে বাঙালি মেয়ের উজ্জ্বল প্রতিচ্ছবি পেয়েছিলেন দর্শক। কবরী আপা আমাদের প্রথম যুগের বড় তারকা। আকাশে জ্বলজ্বল করবেন সব সময়। তার অভিনীত চলচ্চিত্র বেঁচে থাকবে যুগের পর যুগ।

তারিন জাহান

আমরা আরও একজন কিংবদন্তিকে হারালাম। তিনি ছিলেন যোদ্ধা। জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করেছেন। আল্লাহ তার বিদেহী আত্মার শান্তি দান করুন।

আরও পড়ুন

×