ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'কর্তৃপক্ষ চেয়েছে আমি যেন হাসির গল্প নিয়ে কাজ করি'

'কর্তৃপক্ষ চেয়েছে আমি যেন হাসির গল্প নিয়ে কাজ করি'

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১ | ০১:১৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ | ০১:১৫

সালাহউদ্দিন লাভলু। নন্দিত নির্মাতা ও অভিনেতা। সাম্প্রতিক সময়ে বেশকিছু একক ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। এ সময়ের ব্যস্ততা, নির্মাতা হিসেবে ভাবনা ও অন্যান্য বিষয়ে কথা হয় তার সঙ্গে-

  • লকডাউনের আগে 'দ্য ডিরেক্টর' ও 'মায়া' নামে যে ধারাবাহিক নাটক দুটির কাজ শুরু করেছিলেন, তা শেষ করতে পেরেছেন?

'দ্য ডিরেক্টর' নাটকের কাজ শেষ করেছি। কিন্তু 'মায়া' নাটকের চার দিনের বেশি শুটিং করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি বুঝে পরে কোনো এক সময়ে শুটিং শুরু করতে হবে। ঈদের পর কাজ শুরু করব ভাবছি। এখন দেখা যাক সেটা সম্ভব হয় কিনা।

  • প্রতি ঈদে আপনার একাধিক নাটক প্রচার হয়। এবার কি এই উৎসব উপলক্ষে কোনো কাজ করার সুযোগ হয়েছে?

ঈদের জন্য এবার সেভাবে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি। তবে বেশ কিছুদিন আগে 'বউ পাগল' নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছি, যা এবার ঈদে প্রচার হবে। একই সঙ্গে 'বায়ুচড়া' একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছি। শুটিং অনেক আগেই শেষ হয়েছে। বাকি ছিল সম্পাদনার কাজ। আমার বাসার কাছে এডিটিং প্যানেল, তাই লকডাউনের মধ্যেও সাহস করে ঘরে ছেড়ে বেরিয়েছি। সতর্ক থেকে করছি সম্পাদনার কাজ। এখন ঈদের জন্য এই দুটি নাটক ছাড়া আলাদা কাজ করা সম্ভব হচ্ছে না।

  • এবারের ঈদের নাটক দুটি কি হাসির গল্পের?

হ্যাঁ, 'বউ পাগল' ও 'বায়ুচড়া' দুটি নাটকই হাসির গল্পের। অবশ্য ঈদের কথা ভেবে এই দুটি নাটক নির্মাণ করেছি, তা নয়। তবে উৎসবে দর্শক হাসির নাটক বেশি দেখতে চান বলে চ্যানেলের কর্মকর্তারা ঈদে প্রচারের জন্য নাটক দুটি নির্বাচন করেছেন।

  • আপনাকে হাসির নাটক বেশি নির্মাণ করতে দেখা যায়, এর কারণ কী?

নির্মাতা হিসেবে হাসির নাটক প্রাধান্য দিই- বিষয়টা ঠিক তা নয়। 'রঙের মানুষ' নাটক প্রচারের পর থেকে চ্যানেল কর্তৃপক্ষ চেয়েছে আমি যেন হাসির গল্প নিয়ে বেশি কাজ করি। দর্শক প্রত্যাশার কথা ভেবেই তাদের এই প্রস্তাব। যেজন্য এক নাগাড়ে অনেক হাসির নাটক তৈরি করতে হয়েছে। খেয়াল করলে দেখবেন, 'রঙের মানুষ'-এর আগে 'একজন আয়নাল লস্কর', 'ঘর'সহ বেশকিছু সামাজিক নীতিবোধের গল্প নিয়ে নাটক নির্মাণ করেছি। এখনও সুযোগ পেলেই চেষ্টা করি নানা ধরনের গল্প নিয়ে কাজ করার।

  • যে কোনো কাজ করার আগে নির্মাতা হিসেবে আপনার ভাবনা কী থাকে?

প্রথমত, আমি সে ধরনের গল্প বাছাই করি, যা দর্শককে বিনোদন দেওয়ার পাশাপাশি কিছুটা ভাবনার খোরাক জোগাবে। হাসির গল্পেও রেখেছি সামাজিক বার্তা। প্রায় সব নাটকেই এই চেষ্টা ছিল।

  • অনেক দিন বড় পর্দার জন্য কিছু করতে দেখা যায়নি। এ নিয়ে কিছু ভাবছেন?

সিনেমা বানানোর ইচ্ছা তো আছেই, কিন্তু ভালো বাজেটের অভাবে হয়ে উঠছে না। সিনেমা হল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে প্রযোজকরাও বড় বাজেটে কাজ করার সাহস দেখাচ্ছেন না।

  • এর মধ্যে কোনো নাটক-সিনেমায় অভিনয় করেছেন?

'পাতাল ঘর' সিনেমার পর কিছু নাটক ও টেলিছবিতে কাজ করেছি। এরপর আর অভিনয় করা হয়নি।

আরও পড়ুন

×