ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'একজন অভিনেতার স্ত্রী হওয়া সহজ নয়'

'একজন অভিনেতার স্ত্রী হওয়া সহজ নয়'

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১ | ০৭:২২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২১ | ০৭:২৭

শোবিজ ইন্ডাষ্ট্রির সুপারস্টারদের স্ত্রীরা কেমন থাকে? তারা কি খুবই সুখী, দিনের পর দিন শুটিংয়ে ব্যস্ত থাকা নায়কদের ব্যক্তিগত জীবনে কতটা কাছে পান তারা? পর্দায় নায়িকাদের সঙ্গে রোমান্ত করা নায়করা ব্যক্তিগত জীবনে কতটা রোমান্টিক হয়? নায়কদের বিষয়ে এ খবরটি জানার কৌতুল থাকে ভক্তদের। 

কিন্তু তারকাদের ব্যক্তিগত জীবন বা সংসারে এ বিষয়টা অনেকটা গোপনই থাকে। আড়ালে থাকে ভক্তদের। কিন্তু এই আড়ালে থাকার গল্পটা কখনো কখনো সামনে চলে আসে। 

কিছুদিন আগে বলিউড তারকা গোবিন্দ সংসার জীবনে কেমন সেটা জানিয়েছেন তার স্ত্রী সুনীতা আহুজা। গোবিন্দর সঙ্গে তার ৩৬ বছরের সংসার। 

১৫ বছর বয়সে গোবিন্দর প্রেমে পড়েছিলেন সুনীতা আহুজা। তখন লাইট-ক্যামেরা-অ্যাকশনের হাঁকডাক ছিল না অভিনেতার জীবনে। বছর তিনেক পর অষ্টাদশী সুনীতা সাত পাকে বাঁধা পড়লেন গোবিন্দর সঙ্গে। অভিনেতা তখন সাফল্যের শিখরে। দিনে পাঁচ-পাঁচটি শ্যুট সারছেন। সময় নেই নববধূর জন্য। মন নেই সংসারে।

কতটা কঠিন ছিল একজন তারকার সঙ্গে ঘর বাঁধা? ভারতী গণমাধ্যমের এই প্রশ্নে সুনীতা বলেন, 'একজন অভিনেতার স্ত্রী হওয়া সহজ নয়। আমি এবং গোবিন্দ ৩৬ বছর ধরে বিবাহিত। আমাদের ভালবাসা খুবই মজবুত। আমাদের বিবাহবিচ্ছেদ হবে না। আমার মা-বাবা আমাকে এই শিক্ষা দেননি। তাঁরা বলেছেন, শুধুমাত্র মৃত্যুর পরেই আমি আমার স্বামীর ঘর ত্যাগ করতে পারব।'

তারকার স্ত্রী হলেও কোনও রকম জাঁক জমক ছাড়াই শুধুমাত্র সন্তানদের দেখাশোনা করে কেটেছে সুনীতার যৌবন। কিন্তু সময় বদলেছে। অতীতের না পাওয়াগুলিকে বর্তমানে সুদে আসলে বুঝে নিচ্ছেন সুনীতা। সব দায়িত্ব সেরে এখন মনের সুখে ঘুরছেন তিনি।তবে ঘুরতে আর পার্টি করতে ভালবাসা স্ত্রীর বিপরীত মেরুতে অবস্থান গোবিন্দর।

 সুনীতা জানিয়েছেন, পরিবারের জন্য, পরিবারকে নিয়েই থাকতে ভালবাসেন গোবিন্দ।


আরও পড়ুন

×