‘খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়’

ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:০৬ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৭
পাঁচ বছর আগে সৃজিত মুখার্জির ‘জাতিশ্বর’ ছবিটি মুক্তি পায়। এতে ‘খোদার কসম জান’ শিরোনামে একটি গান ছিল। গানটি গেয়েছিলেন কবীর সুমন। আজ এত বছর পর নিজের জীবনে যে সেই গান এতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে তা কি কখনও ভেবেছিলেন পরিচালক?
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবারই বিয়ে রেজিস্ট্রি করবেন সৃজিত-মিথিলা। তার আগে ইনস্টাগ্রামে মিথিলার জন্য সেই গানের কয়েকটি লাইন শেয়ার করে একটি ছবি পোস্ট করেন সৃজিত।
তিনি লেখেন, ‘প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয়, এ ভাবেই স্রোত বয়ে যায় খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়’’
সৃজিত-মিথিলার প্রেমটা বেশ আলোচিত। ডুবে ডুবে জল খাচ্ছিলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এক সময় শোনা যাচ্ছিল, আগামী ফেব্রুয়ারিতে সৃজিত-মিথিলার বিয়ে। তবে তার আগেই প্রেমের পাঠ চুকিয়ে তারা এবার গাঁটছড়া বাঁধছেন।
বিয়ের জন্য মিথিলার বাবা-মা ও পরিবারের সদস্যরা কলকাতায় গেছেন বলে জানা গেছে। মিথিলার মেয়ে আইরাও সঙ্গে রয়েছে।