ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সারিকাকে ভুলে যাওয়া সম্ভব নয়

সারিকাকে ভুলে যাওয়া সম্ভব নয়

অভিনেত্রী সারিকা সাবরিন

অনিন্দ্য মামুন

প্রকাশ: ২৭ মে ২০২১ | ০০:৪৭ | আপডেট: ২৭ মে ২০২১ | ০০:৪৯

সুশ্রী চেহারা আর মিষ্টি হাসির মেয়ে সারিকা। বিনোদন অঙ্গনে যাত্রার শুরু থেকেই অনেকটা ঝড়ের গতিতে মডেল ও অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান গড়ে তোলেন। এরপর প্রেম, বিয়ে আর বিয়ে বিচ্ছেদসহ মানসিক অবসাদে ভোগায় বেশ কিছুদিন মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। কথায় আছে- চোখের আড়াল মানে মনের আড়াল। কিন্তু না, সারিকা দর্শকের মনের আড়াল হওয়ার সুযোগ দেননি। ফিরে এসে জানিয়ে দিয়েছেন, তাকে ভুলে যাওয়া আপাতত সম্ভব নয়।

গত ঈদে সারিকা সরব ছিলেন টিভি ও ইউটিউবে। টেলিভিশন চ্যানেলের সাত দিনের ঈদ আয়োজনে তাকে প্রায় প্রতিটি চ্যানেলেই দেখা গেছে। অথচ সারিকা আবার ফিরবেন, অভিনয়ে সরব হবেন- ভাবেননি দর্শক। তবে অভিনয়ে ফেরা মাত্রই আবার দর্শক তাকে গ্রহণ করেছেন। বলা যায় সাদরেই গ্রহণ করেছেন। তাই দর্শকের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই অভিনেত্রী। বললেন, 'দর্শক সবসময় আমার সঙ্গে ছিলেন, আছেন। তাদের ভালোবাসা আছে বলেই সারিকা আছে। কাজ করছে।'

সারিকা খুব অল্প বয়সে বিনোদনমাধ্যমে কাজ শুরু করেছিলেন। সেই সারিকা এখন নিজেকে অনেক গুছিয়ে নিয়েছেন। ঈদের কাজে এর প্রমাণও পাওয়া গেল। তবে এই গুছানো সারিকা কতদিন থাকে, সেটাই দেখার বিষয়। বিচ্ছেদের পর বেশ কয়েক বছর তিনি মিডিয়ায় অনুপস্থিত ছিলেন। মূলত সংসারের জটিলতাই তাকে মিডিয়া থেকে দূরে রেখেছিল। এখন নিয়মিত অভিনয় করছেন। আপাতত তার মনোযোগ শুধু কাজে।

সারিকা বলেন, 'এখন শুধু অভিনয় করব। আর কিছু মাথায় নিতে চাই না। আমার ক্যারিয়ারের সবচেয়ে সুসময়ে দূরে সরে গিয়েছিলাম। যদি বিয়ে, সংসার করার চিন্তা না করতাম, তাহলে হয়তো চিত্রটা পাল্টে যেতে পারত। তবে তা নিয়ে এখন আর আক্ষেপ করি না। এখনকার সময়টা কাজে লাগাতে চাই।'

সারিকা আরও বলেন, 'এবারে ঈদে কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিনই একাধিক নাটক দেখেছি। শুধু আমার অভিনীত নয়, অন্যদের নাটকও দেখেছি। চেষ্টা করেছি নিজের কাজের বিচার নিজেই করতে।' গত বছর থেকে কাজের গতি বাড়িয়েছেন সারিকা। বিরতিহীনভাবে অভিনয় করছেন। ঈদের আগে কিছুদিন বিরতি দিয়েছিলেন। এখন আবার ছুটছেন কোরবানির ঈদের কাজ নিয়ে।

এখন সারিকাকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও দেখা যাচ্ছে। বাংলাভিশনে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় 'আমার আমি'। উপস্থাপনা প্রসঙ্গে সারিকা বলেন, বাংলাভিশনে 'আমার আমি' অনুষ্ঠানটির উপস্থাপনা বেশ উপভোগ করছি। শুরুর দিকে কয়েকটি পর্ব উপস্থাপনা করার পর আত্মবিশ্বাস তৈরি হয় নিজের মধ্যে। প্রচারে আসার পর দর্শকের কাছ থেকে দারুণ ইতিবাচক সাড়া পাচ্ছি।

তাহলে এখন থেকে কি নিয়মিত উপস্থাপনায় পাওয়া যাবে? জানতে চাইলে মিষ্টি হেসে সারিকা বলেন, 'তা সময়ই বলে দেবে।' অভিনয়ের বাইরে একমাত্র সন্তান শাহরিশ আন্নাহকে নিয়েই সময় পার করেন সারিকা। তিনি বলেন, 'আমার সবচেয়ে মধুর সময় আমি শাহরিশের সঙ্গে থাকি।'

আরও পড়ুন

×