ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

লকডাউন অমান্য করে ড্রাইভিংয়ে বেরিয়ে বিপাকে টাইগার-দিশা

লকডাউন অমান্য করে ড্রাইভিংয়ে বেরিয়ে বিপাকে টাইগার-দিশা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২১ | ০৫:৪১ | আপডেট: ০২ জুন ২০২১ | ০৫:৫৮

বলিউডে এ সময়ের আলোচিত জুটির নাম টাইগার শ্রফ ও দিশা পাটানি। দিশা আর টাইগারের প্রেম বলিউডে ‘ওপেন সিক্রেট’। তারা একসঙ্গে নাচ শেখেন, জিমে যান, আবার একসঙ্গে রাতের খাবারও খান। 

এরমধ্যেই মঙ্গলবার এ জুটিকে বেশ বিপাকে পড়তে হয়েছে।  লকডাউন বিধি অমান্য করে গাড়ি চালানোর অপরাধে মুম্বাইয়ের ব্যান্ডস্ট্য়ান্ড এলাকায় তাদের গাড়ি আটক করে মুম্বাই পুলিশ। 

জানা গেছে, জিম থেকে ফিরছিলেন দিশা ও টাইগার। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে ছিলেন দিশা। আর টাইগার ছিল গাড়ির পিছনে। সেখান থেকে ফেরার পথে ব্যান্ডস্টান্ডে ড্রাইভিংয়ের মজা নিচ্ছিলেন এই তারকা জুটি। আর তখনই মুম্বাই পুলিশ  তাদের গাড়ি আটকায়। অবশ্য আধার কার্ড দেখানোর পর তাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়। 

বেশ কিছুদিন ধরেই সম্পর্কে আছেন টাইগার ও দিশা। যদিও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন না তারা। নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে এসেছেন বারবার। এই বছর মার্চ মাসে টাইগারের জন্মদিনেও অভিনেতার পরিবারের সঙ্গে দেখা যায় দিশাকে। সূত্র: বলিউড হাঙ্গামা 

আরও পড়ুন

×