ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মধ্যরাতে এলো 'রিকশা গার্ল' ছবির ট্রেলার

মধ্যরাতে এলো 'রিকশা গার্ল' ছবির ট্রেলার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২১ | ০৭:৫২

'আয়নাবাজি' চলচ্চিত্রের সফলতার পর অমিতাভ রেজা বেশ কয়েক বছর ধরে নির্মাণ করছেন তার পরবর্তী চলচ্চিত্র 'রিকশা গার্ল'। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির ট্রেইলার প্রকাশ হয়। ২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেইলারে বিভিন্ন চরিত্রের কণ্ঠে বাংলা ও ইংরেজি ভাষায় সংলাপ শোনা যায়।

পরিচালক অমিতাভ রেজা জানিয়েছেন এটি সিনেমার ফাস্ট লুক। তিনি বলেন, 'আমার এই ছবিটি যেহেতু দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো 'ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ প্রতিযোগিতা করতে যাচ্ছে। তাই প্রযোজক ইংরেজী ভাষায় ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। দেশের প্রেক্ষাগৃহের জন্য যখন লুক, টিজার বা ট্রেইলার প্রকাশ করা হবে তখন সেটা অন্যরকম হবে।' 

সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষাতে দৃশ্যায়িত হয়েছে কি না জানতে চাইলে অমিতাভ বলেন, 'শুধু বাংলা বা শুধু ইংরেজিতে সিনেমাটি চিত্রায়িত হয়নি, মিপডভাবে সংলাপ বলানো হয়েছে।' 

ছবির গল্প নির্মিত হয়েছে কিশোরী নাঈমার জীবনে নানা স্বপ্ন নিয়ে। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা 'রিকশা গার্ল' অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।


আরও পড়ুন

×