ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পারলেন না শিলা, মিস ইউনিভার্স আফ্রিকার তুনজি

পারলেন না শিলা, মিস ইউনিভার্স আফ্রিকার তুনজি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৫০ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৭

প্রথমবার সুন্দরী খোঁজার বিশ্বমঞ্চ মিস ইনিভার্সে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় সেরার মুকুট জয়ের পর শিরিনা শিলা ‘মিস ইউনিভার্স-২০১৯’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেন। তবে জয়ের মুকুট পড়া হলো না তার। এবারের  মিস ইউনিভার্স নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি।

রোববার যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় মিস ইউনিভার্স ২০১৯ এর পর্দা নামে বিশ্ব সুন্দরী নির্বাচনের এ মঞ্চের। বিশ্বের ৯০টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন এবারের আয়োজনে। 

প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ পেরিয়ে ২০ জন প্রতিযোগিকে নির্বাচন করা হয় সেমি ফাইনালের জন্য। এই সেরা ২০-এ ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ জয়ী শিরিন শিলা

এই সেরা ২০ থেকে দশজনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়। চূড়ান্ত পর্বে সেরা দশ থেকে মিস ইউনিভার্স এর মুকুট জয় করে নেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজি।

বিজয়ী তুনজিকে  গত বছরের বিজয়ী ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে মুকুট পরিয়ে দেন।

এবার রানার্স আপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন ও সেকেন্ড রানার্স আপ হয়েছেন মিস মেক্সিকো সোফিয়া আরাগান।

আরও পড়ুন

×