শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২১ | ০১:১২ | আপডেট: ০৬ জুন ২০২১ | ০১:৩৪
ফের হাসপাতালে ভর্তি হলেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দিলীপের স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানুর বরাত দিয়ে খবরটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সায়রা বানু জানিয়েছেন বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। মে মাসের শুরুতেও দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাকে। বার্ধক্যজনিত নানা শরীরিক সমস্যা দেখা দিয়েছে তার। বর্তমানে চিকিৎসক জালিল পার্কারের অধীনে চলছে তার চিকিৎসা।
দিলীপ কুমারের বর্তমান বয়স ৯৮ বছর। ১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্ম মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের। চলচ্চিত্র জগতে ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত ছিলেন তিনি। ১৯৪৪ সালে ‘বোম্বে টকিজ’-এর ব্যানারে ‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তারপর দিয়ে গিয়েছেন একের পর এক হিট ছবি। গত বছর দিলীপ কুমার করোনায় হারিয়েছেন তার দুই ছোট ভাই-- আসলাম খান (৮৮) ও এহেসান খান (৯০)-কে।
প্রায়ই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় দিলীপ কুমারকে। একাধিকবার এই বর্ষীয়াণ অভিনেতার নামে মৃত্যু গুজবও রটেছে। এর আগে এক সাক্ষাৎকারে সায়রা জানিয়েছিলেন, ‘ওর শরীর এখন খুব একটা ভালো থাকে না। দুর্বল হয়ে পড়েছে। মাঝামধ্যে ঘর আর বারান্দায় হাঁটে একটু।