ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় সৃজিত-মিথিলা

সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় সৃজিত-মিথিলা

ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩২

গত ৬ ডিসেম্বর  সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছেন ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। 

ওইদিনেই  সংবাদমাধ্যমকে মিথিলা জানিয়েছিলেন, বিয়ের পরই সুইজারল্যান্ডে যাচ্ছেন তারা। সেখানে  জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডির রেজিস্ট্রেশন করবেন তিনি। মধুচন্দ্রিমার পাশাপাশি সুইজারল্যান্ডে এক সপ্তাহ অবস্থান করবেন।

এদিকে সৃজিত মুখার্জির ইনস্টাগ্রামে গিয়ে দেখা যায় তারা এখন  সুইজারল্যান্ডে রয়েছেন।  বিয়ের পর মধুচন্দ্রিমায় গেছেন এ জুটি। সুইজারল্যান্ড থেকে ফেসবুক আর ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন তারা। এর মধ্যে একটি ছবি উড়োজাহাজ থেকে তোলা। তাতে দেখা গেছে বরফে ঢাকা আলপস পর্বতমালার চূড়া। আর দ্বিতীয় ছবিতে শীতের পোশাক গায়ে সৃজিত মুখার্জি ও মিথিলা।

এ ছাড়া সুইজারল্যান্ড থেকে মিথিলার সঙ্গে শীতের পোশাক পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির একটি সংলাপের সঙ্গে মিল রেখে সৃজিত মুখার্জি লিখেছেন, ‘যা সিমরান যা, করলে আপনি পিএইচডি’।

আরও পড়ুন

×