যে জন্য অর্জুন রামপালের এই পরিবর্তন

অর্জুন রামপাল- ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২১ | ০৬:০০ | আপডেট: ১৯ জুন ২০২১ | ০৬:১৯
নিজেকে বদলে ফেলেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। চুলে প্ল্যাটিনাম ব্লন্ড রং করিয়ে সকলকে চমকে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে শুক্রবার নিজের নতুন ‘লুক’-এর ছবি দিলেন অর্জুন। আর তা মুহূর্তেই ভাইরাল হয় নেটদুনিয়ায়।
অর্জুনের নতুন লুক দেখে অনেকেই চমকে যান। তবে নিজে ছবি প্রকাশ করার আগে পাপরাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন অভিনেতা। তার পর থেকেই অর্জুনের এই নতুন রূপের ছবির ঘুরপাক করছে নেটমাধ্যমে। জানা গেছে, অর্জুনের চুলের সজ্জার দায়িত্বে নেন আলিম হাকিম।
বলিউডের বহু তারকাকেই সাজিয়ে তোলেন তিনি। সাইফ আলী খান, সঞ্জয় দত্ত, থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়ারাও রয়েছেন সেই তালিকায়।
মূলত অর্জুনের পরবর্তী ছবি ধকড়ের জন্যই তার এই নতুন লুক নেওয়া। অ্যাকশন ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। খল রুদ্রবীরের চরিত্রে অভিনয় করবেন অর্জুন। গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে শুটিংও করেছেন এ অভিনেতা। ২০২০ সালের অক্টোবর মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও অতিমারির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবরে মুক্তি পেতে পারে কঙ্গনা-অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত ‘ধকড়’। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
- বিষয় :
- অর্জুন রামপাল
- ধকড়
- নতুন লুক