ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অভিনেতা তাহসান গেলেন রোহিঙ্গা শিবিরে

অভিনেতা তাহসান গেলেন রোহিঙ্গা শিবিরে

রোহিঙ্গা শিবিরে অভিনেতা তাহসান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১ | ০০:৫৮ | আপডেট: ২২ জুন ২০২১ | ০৯:৪৪

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যান তিনি। সেখানে রোহিঙ্গাদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবার পাশাপাশি তিনি তাদের সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি একই দিন তাহসান ইউএনএইচসিআরের সহায়তায় নির্মিত কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ রোগীদের জন্য নির্মিত একটি ল্যাবরেটরি উদ্বোধন করেন। তাহসান ইউএনএইচসিআরের বাংলাদেশের শুভেচ্ছাদূত। এ কারণেই তার এই ভ্রমণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তাহসান বলেন, 'এক বছর আগে কক্সবাজারে আইসিইউ তৈরি হয়েছিল। এক বছরেই এটি অনেকের জীবন বাঁচিয়েছে। এবার যে ল্যাবরেটরি উদ্বোধন করা হলো, তার মাধ্যমে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণ উন্নত চিকিৎসা পাবে বলে আশা করা যায়। বিশ্ববাসীর কাছে এটি একটি উদাহরণ হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।'

এদিকে তাহসান সেবামূলক কার্যক্রমের পাশাপাশি গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন

×