'আপন' এ ভালো অভিনয়ের প্রতিযোগিতা হয়েছে

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২১ | ০৫:১৫ | আপডেট: ২৩ জুন ২০২১ | ০৭:২৪
নির্মাতা কাজল আরেফিন অমিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট' নির্মাণ করে যিনি ইতোমধ্যে তারকা নির্মাতা হিসেবে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। এই নির্মাতা নতুন প্রজেক্টের নাম 'আপন'। আসছে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি।
পরিচালক অমি জানালেন, নাটকটিতে সিনিয়র-জুনিয়রা পাল্লা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছেন। কে কত ভালো অভিনয় দেখাতে পারেন যেনো এর প্রতিযোগিতা ছিলো নাটকটিতে। কাজেই নাটকটি নামের মতোই সবার অভিনয় দর্শকদের কাছে আপন হয়ে যাবে।
নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, শামিমা নাজনীন, আফরান নিশো, জিয়াউল হক পলাশ, তাসনিয়া ফারিণ ও পাভেল।
সমকালকে অমি বলেন, 'তারিক আনাম ভাই, মিঠু আপা, শামিমা আপা ও নিশো ভাই এখানে সিনিয়র অভিনেতা। তাদের অভিনয়ে দেখে মুগ্ধ হয়েছেন পলাশ, ফারিণ ও পাভেলরা। তাদের দেখাদেখি পলাশ-ফারিণরাও দূর্দান্ত অভিনয় করেছেন। সবার মধ্যেই ভালো অভিনয়ের প্রতযোগিতা দেখেছি। এমন একটা কাজ করে বেশ সন্তুষ্ঠ আমি। আমার বিশ্বাস দর্শকরাও কাজটি দেখে আনন্দ পাবেন। প্রশংসা করবেন সবার অভিনয়ের।'
বাবা ছেলের গল্প নিয়েই নির্মিত হয়েছে 'আপন'। পাশাপাশি এসেছে চারপাশের অনেক খণ্ড খণ্ড গল্প। যা প্রতিটি মানুষের চারপাশে ঘটে যাওয়া দৃশ্যপট মনে হবে বলে মন্তব্য পরিচালকের।
মোশনরকের ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য ও গল্প অমির নিজেরই। নিজের গল্প ও নির্মাণ বলে নাটকটি নিয়ে বেশি কিছু বলতে চাইলেন না তিনি। তবুও বললেন, 'আমার অন্যরকম একটি কাজ হয়েছে আপন। প্রচারের আগে কিছু বলতে চাইছি না। আশা করি নাটকটি প্রচার হলে দর্শকরাই নাটকটি নিয়ে বলবেন।'
নাটকটি ঈদে টিভি চ্যানেলে প্রচারের পর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
কাজল আরেফিন আরেফিন পরিচালিত সর্বশেষ কাজ হচ্ছে 'ঠান্ডা'। ভারতীয় একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে।