'তোমাকে ২১ বছরের যুবকের মতো লাগছে'

বলিউড তারকা ঋত্বিক রোশন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২১ | ০৫:০১ | আপডেট: ২৯ জুন ২০২১ | ০৬:৩৪
বয়স সবে ৪৭ পেরিয়েছেন বলিউডের সুপার হিরো ঋত্বিক রোশন। কিন্তু শরীরিক গঠন দেখে বয়স বুঝার সাধ্য হবে না! গত কয়েক বছরে নিজের অভিনীত বিভিন্ন চরিত্রের খাতিরে চেহারাটাকেও বারবার 'ভেঙেচুরে' তৈরি করেছেন তিনি।
নিজের আগামী ছবি 'ফাইটার','বিক্রম বেদা'-র রিমেকের জন্য ফের একবার পেশীসর্বস্ব চেহারা তৈরি করেছেন এই তারকা। সেই লুক প্রকাশ্যে আনলেন তিনি, যাকে বলে একেবারে শর্টলেস অবস্থায়। সূর্যের আলো এসে পড়ছে তার ওপর। সেই আলো-ছায়ায় তারকার শরীরের প্রতিটি পেশীর খাঁজ যেন স্পষ্ট হয়ে ধরা দিয়েছে ক্যামেরার লেন্সে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ফিটনেস ব্র্যান্ড ‘এইচআরএক্স’-এর জন্য তোলা ওই ছবি।
যা হোক, হৃত্বিকের এই লুক দেখে নেটিজেনদের পাশাপাশি বিস্মিত হয়েছেন তার সাবেক স্ত্রী সুজান খান। ছবির কমেন্টে তার অবাকভাব বিন্দুমাত্র লুকোতে চেষ্টা করেননি তিনি।সোজাসুজি তিনি লিখেছেন, 'তোমাকে পাক্কা একুশ বছর বয়সীর মতো লাগছে!' কমেন্টের সঙ্গে জুড়ে দিয়েছেন হাততালির ইমোজিও।
সুজান খান একা নন, প্রশংসাকারীদের এই তালিকায় রয়েছেন অনিল কাপুর, আর. মাধবন, অভিষেক বচ্চন, টাইগার শ্রফ প্রমুখ।
- বিষয় :
- ঋত্বিক রোশান
- সুজান খান
- বলিউড