ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন টম ক্রুজ

প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন টম ক্রুজ

প্রেমিকার সঙ্গে টম ক্রুজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২১ | ০৭:৫৭ | আপডেট: ১১ জুলাই ২০২১ | ০৮:০২

হলিউড অভিনেতা টম ক্রুজ প্রেম করছেন। সম্প্রতি তার প্রেমের গুঞ্জন জানাজানি হয়। এবার নিজেই সে গুঞ্জন আরেকবার উসকে দিলেন তিনি। 

টম ক্রুজ তার প্রেমিকাকে নিয়ে শনিবার টেনিস চ্যাম্পিয়নশিপ উইম্বলডনের ফাইনাল উপভোগ করেন। গ্যালারিতে তাদের উপস্থিতি ধরা দিতেই শুরু হয় জোর গুঞ্জন।

জানা যায়, তার প্রেমিকার নাম হেইলি অ্যাটওয়েল। যিনি টমের সঙ্গে ‘মিশন ইম্পসিবল ৭' সিনেমায় কাজ করেছেন।

এদিকে  টেনিস চ্যাম্পিয়নশিপ উইম্বলডনের ফাইনালে গ্যালারিতে টম ক্রজের উপস্থিতি আরো বাড়তি উত্তাপ ছড়িয়ে দেয়। 

‘মিশন ইম্পসিবল ৭’ সিনেমার কাজ শেষ হয়েছে বেশ আগেই। জুলাই মাসেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে এর মুক্তি পিছিয়ে আগামী বছরে নেওয়া হয়েছে। মূলত এই সিনেমার শুটিংয়ের সময়ই হেইলি অ্যাটওয়েলের সঙ্গে মন দেওয়া-নেওয়া করেন টম ক্রুজ।

ইতিমধ্যে ‘মিশন ইম্পসিবল’ খ্যাত অভিনেতা তিনটি বিয়ে করেছেন। তবে কোনোটিই টেকেনি। ১৯৮৭ সালে তিনি প্রথম বিয়ে করেন মিমি রজারসকে। তিন বছর পরই সেই সংসার ভেঙে যায়। ১৯৯০ সালে তারকা অভিনেত্রী নিকোল কিডম্যানকে বিয়ে করেন ‘মিশন ইম্পসিবল’ অভিনেতা। ২০০১ সালে ভাঙন ধরে এই সম্পর্কেও। সর্বশেষ ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন টম। ছয় বছর সংসার করে ২০১২ সালে সেটা থেকেও বেরিয়ে আসেন বিশ্বজুড়ে জনপ্রিয় এই তারকা। সূত্র: ফক্স নিউজ

আরও পড়ুন

×