ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'মিস ওয়ার্ল্ড' হলেন জ্যামাইকার সুন্দরী টনি-অ্যান

'মিস ওয়ার্ল্ড' হলেন জ্যামাইকার সুন্দরী টনি-অ্যান

জ্যামাইকার সুন্দরী টনি-অ্যান সিং এ বছরে 'মিস ওয়ার্ল্ড' খেতাব জিতেছেন- এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০০:১৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০১:০৬

ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার সুন্দরী টনি-অ্যান সিং এ বছর 'মিস ওয়ার্ল্ড' খেতাব জিতে নিয়েছেন।

শনিবার লন্ডনে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০১৯ সালের 'মিস ওয়ার্ল্ডে'র নাম ঘোষণা করা হয়। খবর এএফপির

মুকুট জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টনি-অ্যান সিং বলেন, 'জ্যামাইকার সেন্ট থমাসের ছোট মেয়েরাসহ বিশ্বব্যাপী মেয়েদের উদ্দেশ্যে বলছি- নিজের ওপর বিশ্বাস রাখ।'

তিনি বলেন, 'সবাই জেনে রাখ যে, নিজেদের স্বপ্ন সত্যি করার সক্ষমতা তোমাদের রয়েছে। এই মুকুট আমার নয়, তোমাদের সবার।'

নতুন 'মিস ওয়ার্ল্ড' টনি-অ্যান সিংকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী মেক্সিকান সুন্দরী ভ্যানেসা পন্স ডি লিওন- এএফপি

চতুর্থ জ্যামাইকান হিসেবে 'মিস ওয়ার্ল্ড' হয়েছেন মনোবিজ্ঞানের ছাত্রী টনি-অ্যান সিং। শনিবার ২৩ বছর বয়সী নতুন এই 'মিস ওয়ার্ল্ড'কে মুকুট পরিয়ে দেন গতবারের খেতাবজয়ী মেক্সিকান সুন্দরী ভ্যানেসা পন্স ডি লিওন।

এবারের প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে ফ্রান্সের সুন্দরী ওফেলি মেজিনো ও ভারতীয় সুন্দরী সুমন রাও।

আরও পড়ুন

×