ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কান চলচ্চিত্র উৎসব

স্বর্ণপাম জিতল 'তিতান'

স্বর্ণপাম জিতল 'তিতান'

৭৪তম কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে 'তিতান'। শনিবার রাতে এর ফরাসি নির্মাতা জুলিয়া দুকোরনো (বাঁয়ে) স্বর্ণপাম নিচ্ছেন হলিউড তারকা শ্যারন স্টোনের হাত থেকে - এএফপি

সাইফ বিন আইয়ুব

প্রকাশ: ১৭ জুলাই ২০২১ | ১২:০০ | আপডেট: ১৮ জুলাই ২০২১ | ০০:০১

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদার পুরস্কার পাম ডি'অর বা গোল্ডেন পাম জিতে নিয়েছে জুলিয়া দুকোরনো পরিচালিত 'তিতান' সিনেমা। বিভিন্ন দেশের ২৪টি চলচ্চিত্রের মধ্য থেকে ফ্রান্সের এ সিনেমাটিকে বেছে নিয়েছেন বিচারকরা। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৭টা ২৫ মিনিটে পালে দ্য ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার থেকে মূল প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে যৌথভাবে রানারআপ হয়েছে ফিনল্যান্ডের জুহু কোসমানেনের চলচ্চিত্র 'কম্পার্টমেন্ট নাম্বার সিক্স' এবং ইরানের বিখ্যাত পরিচালক আসগর ফরহাদির 'আ হিরো'। ২৪টি সিনেমার বাঘা বাঘা সব অভিনেতার মধ্যে লেন্ড্রি জোনস সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। 'নিত্রাম' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

'দ্য ওর্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড' চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য নরওয়ের রিনঁতে রেইনসভি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা পরিচালক হয়েছেন ফ্রান্সের লিও ক্যারাক্স। 'আনেত্তে' চলচ্চিত্র তাকে এই সম্মাননা এনে দেয়।

এ ছাড়া উৎসবে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছেন যৌথভাবে জাপানের হামাগুচি রিউসকে ও তাকামাসা ওয়ে। 'ড্রাইভ মাই কার' চলচ্চিত্রের জন্য তারা এই পুরস্কার পেলেন। এবারের উৎসব থেকে ইতালির পরিচালক মার্কো বেলোচিওকে অনারারি পাম ডি'অর পুরস্কার দেওয়া হয়েছে। যৌথভাবে জুরি প্রাইজ জিতে নিয়েছে ইসরায়েলের চলচ্চিত্র 'আহাদস নি' এবং থাইল্যান্ডের চলচ্চিত্র 'মেমোরিয়া'।

শুরুটা হয়েছিল ৬ জুলাই ফ্রান্সের সিনেমা 'আনেত্তে' দিয়ে, এরপর গতকাল বেলজিয়ামের সিনেমা 'দ্য রেস্টলেস' দিয়ে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার সমাপ্তি টানা হয়েছে। স্থানীয় সময় রাত পৌনে ১১টায় দ্য সোসানতিয়েম থিয়েটারে 'দ্য রেস্টলেস'-এর প্রদর্শনী হয়েছে। লিও ক্যারাক্সের পরিচালনায় 'আনেত্তে' সিনেমাটি দেখানো হয়েছে গতকাল উৎসবের শেষ দিনেও। অবশ্য কোনো সিনেমার প্রথম, শেষ কিংবা একাধিক প্রদর্শনী দিয়ে কিছুই প্রমাণিত হয় না। কানের সম্মানজনক পাম ডি'অর বা স্বর্ণপাম জিততে হলে চিত্রনাট্য, অভিনয় দক্ষতা আর ক্যামেরার কারিকুরি দেখিয়েই জুরি বোর্ডের মন জয় করতে হয়।

এবারের কান উৎসব ছিল অনেক দিক থেকেই ব্যতিক্রম। করোনা মহামারির কারণে গত বছর উৎসব অনুষ্ঠিত হয়নি। ফলে অভিনেতা-অভিনেত্রীরা ছাড়াও সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উৎসব নিয়ে অন্যরকম আগ্রহ কাজ করেছে। চলমান মহামারির মধ্যে ভালোয় ভালোয় এই মহাযজ্ঞ শেষ করতে পারায় আয়োজন কমিটি ধন্যবাদ পেতেই পারে।

কানে ইন্টেগ্রিটি ম্যাগাজিনের পৃষ্ঠপোষকতায় টপ মডেল নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল মাকসুদা আক্তার প্রিয়তি - সংগৃহীত

এবারই প্রথম জুরি বোর্ডের প্রধান ছিলেন একজন কৃষ্ণাঙ্গ পরিচালক। যুক্তরাষ্ট্রের স্পাইক লি স্বর্ণপামের জন্য সিনেমা বাছাইয়ে বিচারকদের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া এবারই প্রথম বিচারক প্যানেলের আট বিচারকের মধ্যে পাঁচজনই নারী ছিলেন। এ কারণে আগে থেকেই অনেক চলচ্চিত্রবোদ্ধাদের ধারণা ছিল, এবারের স্বর্ণপাম কোনো নারী পরিচালকের হাতে উঠতে পারে। কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণপাম জিতেছেন ১৯৯৩ সালে।

মূল প্রতিযোগিতার তালিকায় এবার মোট ২৪টি সিনেমা ছিল। এর মধ্যে ফ্রান্সেরই ছিল সাতটি। একাধিক সিনেমা নির্বাচিত হওয়া দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের নামও রয়েছে। দেশটির তিনটি সিনেমা মূল প্রতিযোগিতায় আছে। এবারের ২৪টি চলচ্চিত্রের মধ্যে বেশিরভাগই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ফলে সেরা চলচ্চিত্রটিকে নির্বাচিত করা বিচারকদের জন্য যে বেশ কঠিন ছিল, তা সহজেই অনুমেয়।

গত শুক্রবার কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে ইন্টেগ্রিটি ম্যাগাজিনের পৃষ্ঠপোষকতায় টপ মডেল নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল-অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। ফ্রান্স থেকে প্রিয়তি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের মডেলদের মধ্যে টপ মডেলের অ্যাওয়ার্ড পাওয়ার পর উচ্ছ্বসিত প্রিয়তি বলেন, 'আমি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছি যে, কথা তো দূরে থাক লিখেও অনুভূতি প্রকাশ করতে পারছি না। কানের মাটিতে টপ মডেলের অ্যাওয়ার্ড পাওয়া স্বপ্নের মতো লাগছে।'

গতকাল কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস পুরস্কার জিতেছে রিয়ুসুকে হামাগুচি পরিচালিত 'ড্রাইভ মাই কার'। চলচ্চিত্র-সমালোচকদের বিচারে মূল প্রতিযোগিতা বিভাগ থেকে জাপানের ছবিটি এই পুরস্কার জিতেছে। এই ক্যাটাগরিতে আঁ সাঁর্তে রিগা বিভাগের ছবিগুলোর মধ্য থেকে সেরা হয়েছে লরা ওয়ানডেলের পরিচালনায় বেলজিয়ামের সিনেমা 'উন মান্দে'। সিনেমার নামের অর্থ- খেলার মাঠ।

কান উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টর'স ফোর্টনাইটের ৫১তম আসরে সেরা ইউরোপিয়ান চলচ্চিত্রের পুরস্কার 'ইউরোপা সিনেমাস কান লেবেল' জিতেছে ইতালির জোনাস কার্পিনানোর 'অ্যা চিয়ারা' সিনেমাটি। এই অ্যাওয়ার্ডের ফলে ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রচারণা ও প্রণোদনাসহ ইউরোপা সিনেমাস নেটওয়ার্কের সহায়তা পাবে।

গতকাল প্রদর্শিত উৎসবের শেষ সিনেমা ছিল নিকোলাস বেদোসের 'ফ্রম আফ্রিকা উইথ লাভ'। স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মূল প্রতিযোগিতার বাইরে এই চলচ্চিত্রটি দেখানো হয়েছে।

আরও পড়ুন

×