ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কলকাতায় চুপিচুপি সারার দুর্গা দর্শন!

কলকাতায় চুপিচুপি সারার দুর্গা দর্শন!

বন্ধুদের সঙ্গে সারা- ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০৪:৩৭ | আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ | ০৪:৩৯

টলিউড থেকে বলিউড দুর্গাপূজার উৎসবে তারকাদের নানা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে এবার দুর্গাপূজা দেখতে সইফ-অমৃতা কন্যা সারা আলী খানও বন্ধুদের সঙ্গে কলকাতায় এসেছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

কলকাতার বিভিন্ন প্যান্ডেলে অনেকটাই চুপিসারে হপিং থেকে ধুনুচি বন্ধুদের সঙ্গে নিয়ে উপভোগ করেন 'কেদারনাথ' খ্যাত অভিনেত্রী সারা আলী খান। কেউ টেরই পাননি তাদের মাঝে হেঁটে হেঁটে, তাদের সঙ্গে মণ্ডপে ঢুকে আর পাঁচজন বাঙালির মতই মণ্ডপের মধ্যে ছবি তুলছেন সারা। 

জানা গেছে, সারা নাকি রীতিমত রাস্তায় দাঁড়িয়ে চেখে দেখেছেন কলকাতার বিখ্যাত ' স্ট্রিট ফুড '-ও। আর এসব ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। 

এদিকে দশেরা উপলক্ষে শুভ শক্তির বিকাশ ও অশুভ শক্তির বিনাশ হোক এই প্রার্থনাই করেছেন সারা আলি খান। পোস্ট করেছেন মা অমৃতা ও ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে বিশেষ ছবি।

তবে সারা শুধুই তার বন্ধুদের সঙ্গে কলকাতায় এসেছিলেন নাকি তার সঙ্গে তার মা ও ভাই ছিলেন তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন

×