নায়ক থেকে খলনায়ক অর্জুন

অর্জুন কাপুর- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০৫:১৯
২০১৪ সালে মোহিত সুরির পরিচালনায় ও একতা কাপুরের প্রযোজনায় মুক্তি পায় ক্রাইম থ্রিলার 'এক ভিলেন'। এতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুর।
শোনা যাচ্ছে, এবার এর সিক্যুয়েল আসছে। আর 'এক ভিলেন'- এর দ্বিতীয় কিস্তির ছবির নাম হবে 'এক ভিলেন টু'।
আর এটি নিয়ে আসছেন 'এক ভিলেনের' পরিচালক মোহিত সুরি। ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে অর্জুন কাপুরকে। এর মধ্য দিয়ে নিজের ফিল্মি ক্যারিয়ারে প্রথমবারের জন্য 'ভিলেনের' চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
এর আগে 'এক ভিলেন ' এ খলনায়কের চরিত্রে অভিনয় করে ছবির সব লাইমলাইটটুকুই কেড়ে নিয়েছিলেন রিতেশ দেশমুখ।
জোর গুঞ্জন, ' এক ভিলেন '-এর একটি ফ্র্যাঞ্চাইজি বানাতে চলেছেন প্রযোজক একতা কাপুর ও পরিচালক মোহিত সুরি। যে ফ্র্যাঞ্চাইজিতে নায়কের তুলনায় ভিলেন অনেক বেশি শক্তিশালী এবং অন্যরকম। তাই কথা উঠেছে সিদ্ধার্থকে কি ফের দেখা যাবে এই ছবিতে নায়কের চরিত্রে ? নাকি তিনি নিজের জায়গা অর্জুনের জন্য ছেড়ে দেবেন? এখন দেখার বিষয় সেটাই।
- বিষয় :
- অর্জুন কাপুর
- বিনোদন