নজরুল রাজ পরিচালক সমিতির কেউ না, বললেন সভাপতি

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২১ | ০৫:৫৩ | আপডেট: ০৬ আগস্ট ২০২১ | ০৫:৫৮
বিকৃত যৌনাচরণের উপকরণসহ র্যাবের হাতে আটক হয়েছে নজরুল রাজ। পরে মাদক মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।
নজরুল রাজ আটক হওয়ার পর তার পরিচয়ের জায়গায় সিনেমার প্রযোজক ও পরিচালক বলা হলে সেটাতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির সভাপতির দাবি, তিনি কোনো চলচ্চিত্র পরিচালক নন, পরিচালক সমিতির সদস্যও নন।।
পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, পরীমনির সাথে আটককৃত নজরুল রাজকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে,অনলাইন চ্যানেল এবং প্রিন্ট মিডিয়ায় চলচ্চিত্র পরিচালকবলা হচ্ছে। আসলে সে কোন চলচ্চিত্র পরিচালক নয়।
তাই তার নামের আগে চলচ্চিত্র পরিচালক শব্দটি না লেখার অনুরোধ জানিয়ে সমিতির এ নেতা বলেন, নজরুল রাজের পরিচয়ের জায়গায় চলচ্চিত্র পরিচালক হিসাবে নাম ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ জানাই।
- বিষয় :
- নজরুল রাজ
- পরিচালক সমিতি
- পরিচালক নন