করোনাকালে সিনেমা হল বন্ধ নিয়ে উদ্বিগ্ন আমির খান

আমির খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২১ | ০৬:১২ | আপডেট: ১২ আগস্ট ২০২১ | ১০:৩৬
করোনা মহামারির জেরে ভারতে বন্ধ রয়েছে প্রেক্ষাগৃহ। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে সাময়িক কয়েকটি হল খুললেও আবার বন্ধ হয়ে যায়। সিনেমা হল বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
এমন পরিস্থিতিতে বলিউড তারকা আমির খান উদ্বেগ প্রকাশ করেছেন। মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে মঙ্গলবার এক অনুষ্ঠানে ওই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আমির খান বলেন, 'বর্তমান পরিস্থিতিতে কিছু ছবি অবশ্যই ওটিটিতে মুক্তি পাচ্ছে। কিন্তু সিনেমা হল বন্ধ হওয়ার ব্যাপারে আমি চিন্তিত। আশা করি অদূর ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে।'
আমির খানের পরবর্তী ছবি 'লাল সিং চাড্ডা' গত বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পায়নি। এখন এটি আগামী ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
কিয়ারা আদভানিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
- বিষয় :
- আমির খান
- প্রেক্ষাগৃহ
- করোনা