ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার

বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার

বাবা শাহরুখ খানের সঙ্গে সুহানা খান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১ | ০৫:৪৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২১ | ০৬:০০

চলতি বছরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খানের। পরিচালক জয়া আখতার পরিচালিত রোমান্টিক কমেডি ছবি 'আর্চিতে' অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখতে চলেছেন তিনি।

এর আগে তিনি লন্ডনে জনপ্রিয় 'রোমিও অ্যান্ড জুলিয়েট' নাটকে অভিনয় করেন। এছাড়া ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র 'দ্য গ্রে পার্ট অব ব্লু'তে অভিনয় করে নজর কাড়েন তিনি।

একটি হাসির গল্পকে পর্দায় রূপ দিতে চলেছেন জয়া, ‘আর্চি’ কমিক্সের গল্প। ছবিতে অন্যতম মূখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সুহানা।

অনেকদিন ধরেই ছবির কেন্দ্রীয় চরিত্রের জন্য শিল্পী খুঁজছিলেন জোয়া। শেষ পর্যন্ত সুহানাকে বেছে নিলেন তিনি। কিশোর বয়সীদের নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। সুহানা ছাড়াও অনেক কিশোর-কিশোরী প্রয়োজন ছবির জন্য। এজন্য অডিশন চলছে।

২১ বছর বয়সী সুহানার চলচ্চিত্রে আগ্রহ থাকলেও তিনি একজন ফুটবল পাগল।

তার বাবা শাহরুখ খান বলিউডের প্রতিভাবান তারকাদের একজন। ‘কিং খান’ নামে পরিচিত শাহরুখ ২৫ বছরের ক্যারিয়ারে ৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন।

শাহরুখ খান ১৯৯৫ সালে 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিতে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এটি ভারতীয় চলচ্চিত্রে অন্যতম সফল ছবি।

তার অন্য সফল সিনামার মধ্যে রয়েছে,  'দিল তো পাগল হ্যায়', 'কুছ কুছ হোতা হ্যায়' ও 'দেবদাস'। 

আরও পড়ুন

×